মতলব সরকারি কলেজের শিক্ষক, কর্মকর্তা–কর্মচারীর বিদায় সংবর্ধনা রবিবার (০৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় মতলব সরকারি কলেজে অনুষ্ঠিত হয়। কলেজের ৮ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে সম্মাননা ও বিদায় জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান। অধ্যক্ষ আবুল কালাম আজাদ ৮ সহকর্মীর বিদায়ী অনুষ্ঠানে তার বক্তব্যে আবেগআপ্লুত হয়ে পড়েন ও স্মৃতিচারণ করেন।দীর্ঘ চাকুরি জীবনে এই কলেজের শিক্ষার্থীদের সেবা দান করার জন্য তিনি বিদায়ীদের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়া পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের জ্যেষ্ঠ প্রভাষক জনাব বিপুল সাহা এবং জ্যেষ্ঠ প্রভাষক জনাব আইনুন্নাহার কাদরী। বিদায়ীরা হলেন, সরকারি অধ্যাপক নুরুন্নাহার, সরকারি অধ্যাপক মোঃ কাউসার রশিদ,সহকারি অধ্যাপক মু. জাকির হোসেন, প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান পাটোয়ারী, প্রদর্শক রফিকুল ইসলাম সরকার, প্রদর্শক অশোক কুমার রায়, অফিস সহকারী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও অফিস সহায়ক অফিরুন্নেসা।
বিদায় সংবর্ধনায় বক্তারা বিদায়প্রাপ্তদের নিষ্ঠা, কর্মস্পৃহা ও কলেজের সার্বিক উন্নয়নে তাদের অবদান স্মরণ করেন। পাশাপাশি তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।অনুষ্ঠান শেষে বিদায়প্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
সফিকুল ইসলাম রিংকু 




















