ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নকল বই বিক্রিতে জড়িতের কার্যক্রম বন্ধ করতে হবে : গোলাম এলাহী

  • Reporter Name
  • Update Time : ১১:১০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ২১ Time View

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও সাংগঠনিক স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক মোহাম্মদ গোলাম এলাহী জায়েদ বলেছেন, সৌজন্য কপি ও নকল বই বিক্রিতে জড়িতদের কার্যক্রম বন্ধ করতে হবে। বই একটি জাতির মেধা, মনন ও মূল্যবোধ গঠনের প্রধান মাধ্যম। একটি আলোকিত সমাজ গড়তে বইয়ের বিকল্প নেই।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির চাঁদপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জেলা ও সদরসহ বিভিন্ন উপজেলার পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির লাইব্রেরিয়ানরা অংশগ্রহণ করেন।

তিনি আরো বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগেও বইয়ের গুরুত্ব কমেনি। বরং সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে প্রকাশনা ও বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব।

জায়েদ বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠনগুলোকে আরও সুসংগঠিত করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রকাশক ও বিক্রেতারা যদি নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করেন, তাহলে এই শিল্প আরও এগিয়ে যাবে।

তিনি নির্দেশনামূলক বক্তব্য দিয়ে বলেন, যারা এখনো সৌজন্য কপি ও নকল বই বিক্রয়ের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের এসব কার্যক্রম বন্ধ করতে বাস্তব প্রদক্ষেপ নিতে হবে। এতে প্রকাশনা শিল্পের সুনাম অক্ষুন্ন থাকবে এবং পাঠকদের আস্থা বাড়বে।

তিনি বলেন, পাঠক সৃষ্টি ছাড়া প্রকাশনা শিল্প টেকসই হতে পারে না। এজন্য বইমেলা, পাঠচক্রসহ পাঠাভ্যাস বৃদ্ধির কার্যক্রম আরও জোরদার করতে হবে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় কমিটি জেলা শাখাগুলোর পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

সংগঠনের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেন খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মো. আলমগীর, নীতিমালা স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব ও পরিচালক রতন চন্দ্র পাল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নেতা মো. মনিরুজ্জামান খান, এম আনোয়ারুল ইসলাম স্বপন, মো. নকিব উদ্দীন, মো. আব্দুল হান্নান, মো. তৌহিদ উদ্দীন।

সংগঠনের জেলা শাখার সভাপতি এস এম মোরশেদ সেলিমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জেলার সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন খান, সাবেক সভাপতি এম এ আজিজ, প্রবীণ ব্যাবসায়ী বিশু কুমার শংকর ও সহ-সভাপতি শাহ আলম।

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

নকল বই বিক্রিতে জড়িতের কার্যক্রম বন্ধ করতে হবে : গোলাম এলাহী

নকল বই বিক্রিতে জড়িতের কার্যক্রম বন্ধ করতে হবে : গোলাম এলাহী

Update Time : ১১:১০:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ও সাংগঠনিক স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক মোহাম্মদ গোলাম এলাহী জায়েদ বলেছেন, সৌজন্য কপি ও নকল বই বিক্রিতে জড়িতদের কার্যক্রম বন্ধ করতে হবে। বই একটি জাতির মেধা, মনন ও মূল্যবোধ গঠনের প্রধান মাধ্যম। একটি আলোকিত সমাজ গড়তে বইয়ের বিকল্প নেই।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির চাঁদপুর জেলা শাখার বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জেলা ও সদরসহ বিভিন্ন উপজেলার পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির লাইব্রেরিয়ানরা অংশগ্রহণ করেন।

তিনি আরো বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর যুগেও বইয়ের গুরুত্ব কমেনি। বরং সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে প্রকাশনা ও বিপণন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব।

জায়েদ বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠনগুলোকে আরও সুসংগঠিত করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রকাশক ও বিক্রেতারা যদি নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করেন, তাহলে এই শিল্প আরও এগিয়ে যাবে।

তিনি নির্দেশনামূলক বক্তব্য দিয়ে বলেন, যারা এখনো সৌজন্য কপি ও নকল বই বিক্রয়ের সঙ্গে জড়িত রয়েছেন, তাদের এসব কার্যক্রম বন্ধ করতে বাস্তব প্রদক্ষেপ নিতে হবে। এতে প্রকাশনা শিল্পের সুনাম অক্ষুন্ন থাকবে এবং পাঠকদের আস্থা বাড়বে।

তিনি বলেন, পাঠক সৃষ্টি ছাড়া প্রকাশনা শিল্প টেকসই হতে পারে না। এজন্য বইমেলা, পাঠচক্রসহ পাঠাভ্যাস বৃদ্ধির কার্যক্রম আরও জোরদার করতে হবে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় কমিটি জেলা শাখাগুলোর পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

সংগঠনের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেন খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মো. আলমগীর, নীতিমালা স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব ও পরিচালক রতন চন্দ্র পাল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নেতা মো. মনিরুজ্জামান খান, এম আনোয়ারুল ইসলাম স্বপন, মো. নকিব উদ্দীন, মো. আব্দুল হান্নান, মো. তৌহিদ উদ্দীন।

সংগঠনের জেলা শাখার সভাপতি এস এম মোরশেদ সেলিমের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জেলার সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন খান, সাবেক সভাপতি এম এ আজিজ, প্রবীণ ব্যাবসায়ী বিশু কুমার শংকর ও সহ-সভাপতি শাহ আলম।

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।