চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিন ইউনিয়নের দেশখাগুড়িয়া সরকাবি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানসহ ৮জন অবসর প্রাপ্ত শিক্ষককে অবসর জনিত বিদায় উপলক্ষে নাগরিক সংর্বধনা দিয়েছে এলাকাবাসী।
শনিবার সকালে স্কুল মাঠে অনাড়ম্বর আয়োজনের মধ্যদিয়ে এ নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মো. মুরতেজা কামালের সভাপতিত্বে ও শিক্ষক আবদুল হান্নানের পরিচালনায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দেশগাঁও ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজহারুল কবির।
বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি দেশ খাগুড়িয়া সরকারি প্রাথমিকবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হাবিবুর রহমান। অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রধান শাহ মিরান, গন্ধর্ব্যপুর দক্ষিন ইউনিয়ন ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি রেজোয়ানুল হাছান টিটু, মহা সচিব আমিনুল ইসলাম মীর হোসেন, ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু, সাবেক ইউপি চেয়ারম্যানবিল্লাল হোসেন বেলাল, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, বেলচোঁ হাইস্কুলের প্রধান শিক্ষক খোরশেদ আলম,পালিশারা হাইস্কুলের প্রধান শিক্ষক রতন চন্দ্র রায়, হাজীগঞ্জ উপজেলা প্রধান শিক্ষক সমিতির আহবায়ক আহসান হাবিব, হাজীগঞ্জ উপজেলা প্রাথমিকশিক্ষক সমিতির সভাপতি তুহিন হায়দার, সাধারণ সম্পাদক কামাল হোসাইন চৌধুরীর। স্বাগত বক্তব্য রাখেন জাহাঙ্গীরপাটোয়ারী। আয়োজক কমিটির আহবায়ক শাহ জালাল খান, এলাকাবাসীর পক্ষে আবুল কালাম আজাদ, মাও আবদুর আজিজ,
আবুল বাসার লিটন, সাবেক ছাত্র সামছুস সালেকিন, মো : সাকিল আহমেদ, মাও. আবদুল আমিন বক্তব্য রাখেন।
অনুভূতি প্রকাশ করেন বিদায়ী শিক্ষক ফরিদা ইয়াসমিন, নিয়ামত উল্যাহ প্রমূখ।
যারা সংবধিত হয়েছেন তারা হলেন বিদায়ী শিক্ষক হাবিবুর রহমান, সহতেব চৌধুরী, আবদুল খালেক, ফরিদা ইয়াসমিন, মো : নেয়ামত উল্যাহ, মনির হোসেন, মোস্তফা কামাল, মাও মফিজুল ইসলাম।
Reporter Name 
















