হাজীগঞ্জে শীতার্ত অসহায় মানুষের কম্বল বিতরণ করেছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন। রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে রেলস্টেশন, বেদে পল্লীসহ উপজেলার বিভিন্ন স্থানে ভাসমান অসহায় ও ছিন্নমূল মানুষের হাতে কম্বল তুলে দেন।
জানা গেছে, গত তিনদিনে তীব্র শীতের মাঝে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি হাজীগঞ্জেও হাঁড় কাপানো শীত জেঁকে বসেছে। বিশেষ করে গত দুই দিন ধরে ঘনকুয়াশা আর হিম শীতল বাতাসে প্রাণ জুবুথুবু। এর মধ্যে রোববার সকালে বৃষ্টির মতো কুয়াশাও পড়েছিল। এতে কষ্ট বেড়েছিল খেটে খাওয়া অসহায় ও ছিন্নমূল মানুষের।
এসব মানুষের কথা চিন্তা করে কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই নিজে উপস্থিত হয়ে কম্বল বিতরণ করছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। রোববার দিবাগত রাতে তিনি রেলস্টেশনসহ উপজেলার বিভিন্ন স্থানে ভাসমান লোকজনের মাঝে কম্বল বিতরণ করেন।
একই সময়ে তিনি রেলস্টেশনের পাশে বসবাসকারী বেদে পল্লীর অসহায় মানুষদের সাথে কুশল বিনিময় এবং তাদের মাঝে কম্বল বিতরণ করেন। আবার অনেকের গায়ে তিনি নিজ হাতে কম্বল জড়িয়ে দেন ইউএনও।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন বলেন, গত কয়েকদিন ধরে শীত জেঁকে বসার কারণে অনেক শীতার্ত মানুষ শীতে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে অসহায়, ভাসমান ও ছিন্নমূল মানুষেরা শীতে কষ্ট পাচ্ছেন। তাদের শীত নিবারণের জন্য মাননিয় প্রধান উপদেষ্টার ত্রাণভান্ডার থেকে প্রাপ্ত কম্বল বিতরণ করেছি।
নিজস্ব প্রতিনিধি ॥ 





















