হাজীগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা সভা ও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ব্যালটে ভোটদান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত পৃথক সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।
আইন-শৃঙ্খলা সভায় অবৈধ ড্রেজার, কৃষিজমির টপ-সয়েল (উর্বর মাটি) বিক্রি ও বাল্যবিয়ে রোধ এবং নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন বিষয়ক আলোচনা করা হয়। এরপর অবহিতকরণ সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ব্যালেটে ভোটদান বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রায়হান আরেফীন, কৃষি কর্মকর্তা মো. হাসিব আবদুল্লাহ।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, মিজানুর রহমান মিলন, কাজী নুরুর রহমান বেলাল, মজিবুর রহমান মজিব প্রমুখ। সভায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান’সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
Reporter Name 




















