
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি নিরব আহমেদ সাধারণ সম্পাদক সাকিব আহমেদ যৌথভাবে স্বাক্ষরিত এক শোকবার্তায় এই শোক প্রকাশ করা হয়।
শোকবার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এ ভূখণ্ডের মানুষের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা। স্বৈরাচার, দমন-পীড়ন ও অবিচারের বিরুদ্ধে আপসহীন অবস্থান নিয়ে তিনি আজীবন যে সংগ্রাম চালিয়ে গেছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল ও গৌরবময় অধ্যায় হয়ে থাকবে।

নেতারা আরো বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু কোনো একটি দলের শোক নয়, এটি সমগ্র জাতির অপূরণীয় ক্ষতি।
তার অনুপস্থিতিতে দেশের রাজনীতিতে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার দৃঢ়তা এবং জুলুম-নির্যাতনের বিরুদ্ধে তার অকুতোভয় অবস্থান ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য চিরকাল শিক্ষণীয় ও অনুকরণীয় হয়ে থাকবে।

হাজীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সর্বস্তরের নেতারা মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমার রুহের মাগফিরাত কামনা করছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। মহান আল্লাহ তায়ালা বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।
প্রেসবিজ্ঞপ্তি: 




















