বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার (৩১ ডিসেম্বর) বিকালে টোরাগড় দক্ষিণপাড়া আল-আমিন জামে মসজিদে এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এদিন বাদ আছর অনুষ্ঠিত দোয়া-মাহফিলে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন, মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাও. মাসুদ আল মাহাদী। এর আগে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও মিলাদ-মাহফিল পরিচালনা করেন, মসজিদের সহকারী ইমাম মাও. মো. আলমগীর হোসেন।
একই সময়ে দোয়া-মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকা’সহ দেশের সকল শহীদ, প্রয়াত দলীয় নেতাকর্মীদের আত্মার মাগফেরাত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলীয় নেতাকর্মীদের দীর্ঘায়ু ও সুস্থতা এবং দেশের সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে মোনাজাত হয়।
এসময় বিএনপি নেতা শাহাদাত তালুকদার, স্বেচ্ছাসেবক নেতা শাহিন মজুমদার, যুবনেতা তাজুল ইসলাম, লিটন, স্বেচ্ছাসেবক নেতা হুমায়ুন কবির ঝুটন, আব্দুর রব রবু, ছাত্রনেতা রাজন সরকার’সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও মসজিদের মুসুল্লীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর বেলায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বুধবার বাদ জোহর জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধীস্থলের পাশেই সমাহিত করা হয়।
Reporter Name 












