হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিএনপির চেয়াপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে এ কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়।
কোরআন খতম করেন হাজীগঞ্জ সুন্নীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও উম্মে হানি সুন্নীয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ফায়ার সার্ভিস জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুনায়েদ হোসেন আল ক্বাদেরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ ফয়সাল হোসাইন, সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদারসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।
Reporter Name 












