হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ গোলামুর রহমান শামিমের সভাপতিত্বে সোমবার (৫ জানুয়ারী) সমিতির কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সম্মেলনের প্রথম সেশনে সমিতির সাধারণ সম্পাদক কবির মজুমদারের উপস্থাপনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহজালাল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক খালেদ মাহমুদ মিঠু ও বিল্লাল পাটওয়ারী, সমিতির সদস্য জহিরুল ইসলাম মজুমদার, মাসুদ করিম মজুমদার প্রমুখ।
বক্তব্য শেষে সম্মেলনের দ্বিতীয় সেশনে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তিন বছরের জন্য কার্যকরি কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হলেন, আব্দুল মমিন সরকার, সহ-সভাপতি কবির মজুমদার, সাধারণ সম্পাদক মো. কাউছার আলম, সদস্য বিল্লাল হোসেন, সফিকুর রহমান মিয়াজী ও হাবিবুর রহমান রুবেল।
এসময় সমিতির সদস্য সিরাজুল ইসলাম মজুমদার, স্বপন মজুমদার, মিজানুর রহমান মজুমদার, মামুন মিজি, সিরাজুল ইসলাম, মো. ইউনুছ’সহ অন্যান্য অতিথিবৃন্দ ও সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি ॥ 




















