হাজীগঞ্জ পৌর বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধানের শীষের প্রার্থী ইঞ্জি. মমিনুল হকের ঘোষিত সাতদিনের কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (৫ জানুয়ারী) দিনব্যাপী হাজীগঞ্জ বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ কোরআন খতম ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিন বাদ আছর দোয়া-মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন হাফেজ মাও. নাছির উদ্দিন। এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমান কোকা’সহ দেশের সকল শহীদ ও প্রয়াত দলীয় নেতাকর্মীদের আত্মার মাগফেরাত, অসুস্থদের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করা হয়। এর আগে এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, কয়েকজন হাফেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জি. মমিনুল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মেয়র আব্দুল মান্নান খাঁন বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি ড. মো. আলমগীর কবির পাটওয়ারী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল বাসার, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ ইমাম হোসেন, উপজেলা বিএনিপর আহবায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, যুগ্ম আহবায়ক বিএনপি নেতা আবু সুফিয়ান রানা’সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পৌর বিএনিপর আহবায়ক আবুল খায়ের মজুমদার, সিনিয়র যুগ্ম আহবায়ক যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সী, হেলাল মজুমদার, শাহাব উদ্দিন শাহীন, খোরশেদ আলম ভুট্টু, এ্যাড. ওমর ফারুক টিটু, জামাল উদ্দিন তালুকদার কিরন, খালেদ মাহমুদ মিঠু, মিজানুর রহমান সেলিম, বিল্লাল পাটওয়ারী, ডা. জহির, এমরান মুন্সী, সুমন তালুকদার, ইব্রাহিম খলিল স্বপন’সহ পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদলের আহবায়ক হুমায়ুন কবির সুমন, সদস্য সচিব মোস্তফা কামাল সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক শুক্কুর আলম, যুগ্ম আহবায়ক জুলহাস চৌধুরী ও সাহিদুল ইসলাম সাহিদ, পৌর যুবদলের আহবায়ক মারুফ খান রাসেল, সদস্য সচিব নাজমুল হাসান রাজন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান রবিন, যুগ্ম আহবায়ক জহির আহমেদ জহির ও রোমান গাজী’সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমাম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান, পৌর শ্রমিক দলের আহবায়ক রাশেদ আলম হীরা, সদস্য সচিব সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এসএম ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আবু ইউসুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগর’সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত মঙ্গলবার ভোর বেলায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং পরেরদিন বুধবার বাদ জোহর জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধীস্থলের পাশেই সমাহিত করা হয়।
নিজস্ব প্রতিবেদক ॥ 




















