চাঁদপুরের হাজীগঞ্জ বাজার এলাকা থেকে বাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে মামা পত্রিকার বিলিকারক মোঃ এনামুল হক মজুমদারের ভাগিনা মোঃ শরিফ হোসেন (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ শরিফ হোসেন মৃত তাজুল ইসলামের ছেলে এবং নিপা আক্তারের সন্তান। তার বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ডের রান্ধুনীমুড়া এলাকায়, মনিনাগ মজুমদার বাড়িতে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর ২০২৫ ইং তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে তিনি নিজ বাড়ি থেকে হাজীগঞ্জ বাজার হয়ে বাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে। নিখোঁজ শরিফ হোসেন পেশায় ঢাকা টু কক্সবাজার রুটের শ্যামলী পরিবহনের একজন হেলপার ছিলেন।
এ ব্যাপারে নিখোঁজ শরিফের বোন রোজিনা আক্তার ঢাকার সূত্রাপুর থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নং ৩০, তারিখ ০১.১২.২০২৫। যদি কেউ নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ নম্বর: ০১৮৩১-৪৬১২১৪।
Reporter Name 





















