অনুষ্ঠান শেষে হাজীগঞ্জ ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করা হয়েছে। এছাড়াও মাদ্রাসা সংলগ্ন বিভিন্ন স্থানে চারাগাছ রোপন করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
এসময় তাবিকে আমির হাফেজ মাও. মো. মোস্তফা হবিব, হাফেজ মাও. মোহাম্মদ যুবায়ের, ফাউন্ডেশনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব জামাল উদ্দিন মিয়াজি, আলহাজ্ব আনোয়ার হোসেন বতু, ফাউন্ডেশনের সচিব মোহাম্মদ কামাল গাজী, কার্যকরি সদস্য মাও. ইসমাইল জোনের, শহিদুল ইসলাম মানিক, মাদ্রাসা মোহতামিম হাফেজ মুফতী মো. আবদুল হান্নান’সহ অন্যান্য অতিথিবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে ধর্মীয় মূল্যবোধ, মানবিক ও সামাজিক কাজের অংশ হিসেবে ইসলামী জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এর মধ্যে গত ৩ জানুয়ারি ও ৮ জানুয়ারি রেলস্টেশন, বাসস্টেশন, বেদে পল্লী, ধর্মীয় প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা’সহ হাট-বাজারে ভাসমান ছিন্নমূল ও উপজেলার বিভিন্ন স্থানে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী করা হয়।
ফাউন্ডেশনের এমন মানবিক ও সামাজিক কর্মকান্ডে এলাকার সাধারণ মানুষ এবং সুধীজন সমাজ জনকল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা ও সাধুবাদ জানান। পাশাপাশি এমন কাজ ধারাবাহিক ও অব্যাহৃত রাখার জন্য নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।
Reporter Name 



















