ঢাকা 12:53 am, Monday, 23 June 2025

আয়নাতলী বাজারের ৫৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন

  • Reporter Name
  • Update Time : 11:01:19 pm, Saturday, 5 November 2022
  • 5 Time View

মোঃ জামাল হোসেনঃ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী বাজারের খালের উপর নির্মিত ৫৮ টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন। ৫ নভেম্বর শনিবার দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন। জানাযায়, বহু বছর ধরে উপজেলার আয়নাতলী বাজারের বৃহৎ অংশ নিয়ে খালের উপর প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী স্থায়ী ইমারত নির্মাণ করে ব্যাবসা করে আসছে। এরফলে মাঠের পানি সরবরাহে বাঁধা সৃষ্টি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন জানান, উচ্ছেদ কৃত জায়গা সরকারি সম্পত্তি। জেলা প্রশাসকের নির্দেশে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। অবৈধ দোকানদারদের তাদের স্হাপনা শরিয়ে নিতে নোটিশ করা হলেও তারা তাদের স্থাপনা সরিয়ে না নেয়ায় প্রশাসন এ অভিযান পরিচালনা করে। এদিকে শাহরাস্তিতে এই উচ্ছেদটি সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান। শাহরাস্তি উপজেলার ইতিহাসে দুচারটি ব্যতিত এতো বড় উচ্ছেদ অভিযান কখনোই পরিচালিত হয়নি। অভিযান চলাকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে সহায়তা করেন। এসময় ২ একর ৮৩ শতক সরকারি রাস্তা ও খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা (দোকান ঘর) উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করেন উপজেলা প্রশাসন, শাহরাস্তি, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো এবং শাহরাস্তি মডেল থানা ও উঘারিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহোদয়সহ জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এদিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় প্রশাসনকে স্থানীয় সাধারণ জনগণ অভিনন্দন ও ধন্যবাদ জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

করোনায় সারাদেশে ৫ জনের মৃত্যু

আয়নাতলী বাজারের ৫৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন

Update Time : 11:01:19 pm, Saturday, 5 November 2022

মোঃ জামাল হোসেনঃ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী বাজারের খালের উপর নির্মিত ৫৮ টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন। ৫ নভেম্বর শনিবার দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন। জানাযায়, বহু বছর ধরে উপজেলার আয়নাতলী বাজারের বৃহৎ অংশ নিয়ে খালের উপর প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী স্থায়ী ইমারত নির্মাণ করে ব্যাবসা করে আসছে। এরফলে মাঠের পানি সরবরাহে বাঁধা সৃষ্টি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন জানান, উচ্ছেদ কৃত জায়গা সরকারি সম্পত্তি। জেলা প্রশাসকের নির্দেশে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। অবৈধ দোকানদারদের তাদের স্হাপনা শরিয়ে নিতে নোটিশ করা হলেও তারা তাদের স্থাপনা সরিয়ে না নেয়ায় প্রশাসন এ অভিযান পরিচালনা করে। এদিকে শাহরাস্তিতে এই উচ্ছেদটি সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান। শাহরাস্তি উপজেলার ইতিহাসে দুচারটি ব্যতিত এতো বড় উচ্ছেদ অভিযান কখনোই পরিচালিত হয়নি। অভিযান চলাকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে সহায়তা করেন। এসময় ২ একর ৮৩ শতক সরকারি রাস্তা ও খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা (দোকান ঘর) উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করেন উপজেলা প্রশাসন, শাহরাস্তি, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো এবং শাহরাস্তি মডেল থানা ও উঘারিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহোদয়সহ জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এদিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় প্রশাসনকে স্থানীয় সাধারণ জনগণ অভিনন্দন ও ধন্যবাদ জানান।