ঢাকা 11:38 pm, Sunday, 22 June 2025

তাহসান বিদায় জানালেন অভিনয়কে

  • Reporter Name
  • Update Time : 10:54:48 am, Monday, 7 November 2022
  • 5 Time View

তাহসান খান বাংলাদেশি শোবিজ তারকাদের মধ্যে অন্যতম মেধাবী ও প্রতিভাবান ব্যক্তিত্ব। শোবিজে তিনি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক-বিভিন্ন পরিচয়ে পরিচিত। পাশাপাশি অভিনেতা এমনকি শিক্ষক হিসাবেও কাজ করছেন। পেশাগত জীবনে যে কয়টি শাখায় তিনি কাজ করেছেন সবকটিতেই তার রয়েছে দক্ষতা ও জনপ্রিয়তা। সর্বশেষ তিনি অভিনয় নিয়েই ব্যস্ত ছিলেন। যে কয়টি নাটক ও সিনেমায় কাজ করেছেন সবকটিতেই রয়েছে তার সাফল্য। পেয়েছেন দর্শকদের ভালোবাসা।

সম্প্রতি দর্শকদের নতুন গানের সুখবর দিলেও দর্শকনন্দিত এ প্রিয়মুখ হঠাৎ অভিমানের কথাও প্রকাশ করেছেন! অভিনয় থেকে বিরতি নিচ্ছেন তিনি! কিন্তু কেন? কোনো অভিমান, ক্ষোভ নাকি ক্লান্তি? তাহসান বলেন, ‘আসলে বয়সের সঙ্গে সঙ্গে মন ও চাহিদার অনেক পরিবর্তন আসে। আমার বেলায়ও তাই। আমি মনে করি, আমার যে বয়স, সে অনুযায়ী আমার বিরতি নেওয়া উচিত। তা ছাড়া সংগীত আমার কাছে সবচেয়ে ভালোলাগা ও ভালোবাসার জায়গা। অনেক দিন ধরে অনিয়মিত কাজ করছি সংগীতে। এখন থেকে সংগীতে নিয়মিত হতে চাই।’

দীর্ঘদিন সংগীত, অভিনয় ও মডেলিং একই সঙ্গে করছিলেন। এখনো চাইলেই পারেন? এমন প্রশ্নের জবাবে তাহসান বলেন, ‘প্রতিটি কাজ ভালোবেসে মনোযোগ দিয়ে করা উচিত। একাধিক কাজ একসঙ্গে করলে সেটি অনেকাংশে সুন্দর হয়ে ওঠে না। তাই আমি আর একাধিক কাজ একসঙ্গে করতে চাই না। সে জন্য সচেতনভাবে অভিনয় থেকে বিরতি নিয়ে গানে মনোযোগী হচ্ছি। এ বিরতি দু-তিন বছর কিংবা তারও বেশি সময়ের জন্য হতে পারে। তবে আর অভিনয় না করলেও আমার কোনো কষ্ট থাকবে না।’

অভিনয় থেকে বিরতি নিলেও অন্যান্য কাজ কীভাবে করবেন? এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘এখন থেকে পুরোদমে গান নিয়েই ব্যস্ত থাকব। শিক্ষকতাও চালিয়ে যাব। পাশাপাশি কবিতা চর্চাও করছি। আগামীতে বই বের করারও ইচ্ছা আছে।’

সম্প্রতি তাহসান ‘সেই তুমি কে’ নামে একটি গানে কণ্ঠ দিয়েছেন। এরই মধ্যে গানের ভিডিও প্রকাশ হয়েছে। এতে মডেল হিসাবেও তাকে দেখা গেছে। এ ছাড়া নতুন গান নিয়ে তিনি কাজ করছেন বলে জানিয়েছেন। পাশাপাশি শীতের কনসার্টে অংশগ্রহণের জন্যও প্রস্তুতি নিচ্ছেন। এদিকে তাহসান অভিনীত ‘নো ল্যান্ডস ম্যান’ নামে একটি সিনেমাও মুক্তির অপেক্ষায় আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

করোনায় সারাদেশে ৫ জনের মৃত্যু

তাহসান বিদায় জানালেন অভিনয়কে

Update Time : 10:54:48 am, Monday, 7 November 2022

তাহসান খান বাংলাদেশি শোবিজ তারকাদের মধ্যে অন্যতম মেধাবী ও প্রতিভাবান ব্যক্তিত্ব। শোবিজে তিনি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক-বিভিন্ন পরিচয়ে পরিচিত। পাশাপাশি অভিনেতা এমনকি শিক্ষক হিসাবেও কাজ করছেন। পেশাগত জীবনে যে কয়টি শাখায় তিনি কাজ করেছেন সবকটিতেই তার রয়েছে দক্ষতা ও জনপ্রিয়তা। সর্বশেষ তিনি অভিনয় নিয়েই ব্যস্ত ছিলেন। যে কয়টি নাটক ও সিনেমায় কাজ করেছেন সবকটিতেই রয়েছে তার সাফল্য। পেয়েছেন দর্শকদের ভালোবাসা।

সম্প্রতি দর্শকদের নতুন গানের সুখবর দিলেও দর্শকনন্দিত এ প্রিয়মুখ হঠাৎ অভিমানের কথাও প্রকাশ করেছেন! অভিনয় থেকে বিরতি নিচ্ছেন তিনি! কিন্তু কেন? কোনো অভিমান, ক্ষোভ নাকি ক্লান্তি? তাহসান বলেন, ‘আসলে বয়সের সঙ্গে সঙ্গে মন ও চাহিদার অনেক পরিবর্তন আসে। আমার বেলায়ও তাই। আমি মনে করি, আমার যে বয়স, সে অনুযায়ী আমার বিরতি নেওয়া উচিত। তা ছাড়া সংগীত আমার কাছে সবচেয়ে ভালোলাগা ও ভালোবাসার জায়গা। অনেক দিন ধরে অনিয়মিত কাজ করছি সংগীতে। এখন থেকে সংগীতে নিয়মিত হতে চাই।’

দীর্ঘদিন সংগীত, অভিনয় ও মডেলিং একই সঙ্গে করছিলেন। এখনো চাইলেই পারেন? এমন প্রশ্নের জবাবে তাহসান বলেন, ‘প্রতিটি কাজ ভালোবেসে মনোযোগ দিয়ে করা উচিত। একাধিক কাজ একসঙ্গে করলে সেটি অনেকাংশে সুন্দর হয়ে ওঠে না। তাই আমি আর একাধিক কাজ একসঙ্গে করতে চাই না। সে জন্য সচেতনভাবে অভিনয় থেকে বিরতি নিয়ে গানে মনোযোগী হচ্ছি। এ বিরতি দু-তিন বছর কিংবা তারও বেশি সময়ের জন্য হতে পারে। তবে আর অভিনয় না করলেও আমার কোনো কষ্ট থাকবে না।’

অভিনয় থেকে বিরতি নিলেও অন্যান্য কাজ কীভাবে করবেন? এ প্রসঙ্গে তাহসান বলেন, ‘এখন থেকে পুরোদমে গান নিয়েই ব্যস্ত থাকব। শিক্ষকতাও চালিয়ে যাব। পাশাপাশি কবিতা চর্চাও করছি। আগামীতে বই বের করারও ইচ্ছা আছে।’

সম্প্রতি তাহসান ‘সেই তুমি কে’ নামে একটি গানে কণ্ঠ দিয়েছেন। এরই মধ্যে গানের ভিডিও প্রকাশ হয়েছে। এতে মডেল হিসাবেও তাকে দেখা গেছে। এ ছাড়া নতুন গান নিয়ে তিনি কাজ করছেন বলে জানিয়েছেন। পাশাপাশি শীতের কনসার্টে অংশগ্রহণের জন্যও প্রস্তুতি নিচ্ছেন। এদিকে তাহসান অভিনীত ‘নো ল্যান্ডস ম্যান’ নামে একটি সিনেমাও মুক্তির অপেক্ষায় আছে।