মোহাম্মদ উল্যাহ বুলবুল॥
অত্যাধুনিক সেবার প্রতিশ্রুতি নিয়ে হাজীগঞ্জে চিকিৎসা সেবা শুরু করেছে মডেল হসপিটাল।
উন্নত স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে নতুন আঙ্গিকে বিজনেস পার্ক ট্রেড সেন্টারে বিশাল পরিসরে অত্যাধুনিকমানের এ বহুতল হাসপাতালটি বৃহস্পতিবার চিকিৎসা সেবা শুরু করে।
দুপরে মিলাদ ও দোয়া পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা সেবা শুরু হয়।
উদ্বোধনীয় অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচলানা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আবদুর রউফ।
উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
মডেল হসপিটালের চেয়ারম্যান শিক্ষাবিদ অধ্যক্ষ ডক্টর মো. আলমগীর কবির পাটওয়ারীর সভাপতিত্বে ও মুফতি এনামুল নাছিরাবাদীর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনীয় অনুষ্ঠানে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরী, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের ভারপ্রাপ্ত মোতাওয়াল্লি প্রিন্স শাকিল আহমেদ, মডেল হসপিটালের কো-চেয়ারম্যান ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ, এমডি কবির হোসেন লিটন, হসপিটালের পরিচালক মোহাম্মদ সিদ্দিক আকবর শাহজাহান, আবু ইউসুফ, অধ্যাপক এস এম চিশতী, সোহাগ মুন্সি, এম কে আলম, মিজানুর রহমান, জাকির চৌধুরী, হান্নান, নুরুজ্জামান, এ্যাডমিন আরিফ উল্যাহ মারওয়ান প্রমূখ উপস্থিত ছিলেন।
 
																			 Reporter Name
																Reporter Name								 























