ঢাকা 8:55 pm, Saturday, 16 August 2025

হাজীগঞ্জ ৫নং সদর ইউনিয়ন যুবলীগের পদ থেকে শাহিনকে অব্যাহতি

  • Reporter Name
  • Update Time : 09:40:51 pm, Thursday, 14 September 2023
  • 12 Time View

হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৮’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটকের কয়েক ঘন্টার মধ্যেই পদ হারালেন সদর ইউনিয়ন যুবলীগ পশ্চিম শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহিন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল ও সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেনের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ হাজীগঞ্জ উপজেলা শাখার প্যাডে উল্লেখিত অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী সু-শৃঙ্খল সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা প্রত্যেক নেতা-কর্মীর নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। আপনি জাকির হোসেন শাহীন ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের (পশ্চিম শাখা) যুবলীগের সাধারণ সম্পাদক।
আপনার (জাকির হোসেন শাহিন) বিরুদ্ধে মাদক বিক্রয়ের কার্যকলাপে জড়িত থাকার অভিযোগের প্রমাণ পাওয়া যায়। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এমতাবস্থায় আপনাকে এহেন (এমন) কর্মকান্ডের জন্য সংগঠনের উক্ত (সাধারণ সম্পাদক) পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। সংযুক্তি হিসাবে চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও যুগ্ম আহবায়কে অনুলিপি দেওয়া হয়েছে।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে হাজীগঞ্জ সদর ইউনিয়নের কৈয়ারপুল বাজারের দনি পার্শ্বে উচ্চঙ্গাঁ গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিছবাহুল আলম চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স। অভিযানে ওই গ্রামের শফিকুর রহমানের মুরগীর ফার্ম সংলগ্ন স্থান থেকে ৮’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়।
এসময় জাকির হোসেন শাহিন ও আজাদ গাজীর কাছ থেকে ইয়াবা জব্দসহ মাদকদ্রব্য বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুইটি স্মার্টফোন জব্দ করে পুলিশ। আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত। তারা দীর্ঘদিন চাঁদপুর সদর ও হাজীগঞ্জ থানা এলাকায় ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে জেলার বিভিন্ন থানায় মাদক বিক্রি করে আসছিল বলে পুলিশ জানায়।
আটক জাকির হোসেন শাহিন হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন যুবলীগ পশ্চিম শাখার সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের উচ্চাঙ্গাঁ গ্রামের মুন্সি বাড়ীর মো. নুরুল আমিনের ছেলে এবং মো. আজাদ গাজী চাঁদপুর সদর উপজেলার সেনগাঁও গ্রামের গাজী বাড়ীর নুরুল ইসলাম কালু গাজীর ছেলে।
ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এসময় তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো ট্রলারেন্স। তাই তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান এবং তথ্যদাতার নাম গোপন রাখার নিশ্চয়তা দেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

টাকার বিনিময়ে তারকাদের ১৫ আগস্ট নিয়ে পোস্ট— অনুসন্ধানে যা জানা গেল

হাজীগঞ্জ ৫নং সদর ইউনিয়ন যুবলীগের পদ থেকে শাহিনকে অব্যাহতি

Update Time : 09:40:51 pm, Thursday, 14 September 2023

হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে ৮’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটকের কয়েক ঘন্টার মধ্যেই পদ হারালেন সদর ইউনিয়ন যুবলীগ পশ্চিম শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহিন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল ও সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেনের যৌথ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ হাজীগঞ্জ উপজেলা শাখার প্যাডে উল্লেখিত অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি ঐতিহ্যবাহী সু-শৃঙ্খল সংগঠন। এই সংগঠনের ভাবমূর্তি বজায় রাখা প্রত্যেক নেতা-কর্মীর নৈতিক ও সাংগঠনিক দায়িত্ব। আপনি জাকির হোসেন শাহীন ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের (পশ্চিম শাখা) যুবলীগের সাধারণ সম্পাদক।
আপনার (জাকির হোসেন শাহিন) বিরুদ্ধে মাদক বিক্রয়ের কার্যকলাপে জড়িত থাকার অভিযোগের প্রমাণ পাওয়া যায়। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এমতাবস্থায় আপনাকে এহেন (এমন) কর্মকান্ডের জন্য সংগঠনের উক্ত (সাধারণ সম্পাদক) পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। সংযুক্তি হিসাবে চাঁদপুর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও যুগ্ম আহবায়কে অনুলিপি দেওয়া হয়েছে।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে হাজীগঞ্জ সদর ইউনিয়নের কৈয়ারপুল বাজারের দনি পার্শ্বে উচ্চঙ্গাঁ গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিছবাহুল আলম চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স। অভিযানে ওই গ্রামের শফিকুর রহমানের মুরগীর ফার্ম সংলগ্ন স্থান থেকে ৮’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়।
এসময় জাকির হোসেন শাহিন ও আজাদ গাজীর কাছ থেকে ইয়াবা জব্দসহ মাদকদ্রব্য বিক্রির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুইটি স্মার্টফোন জব্দ করে পুলিশ। আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত। তারা দীর্ঘদিন চাঁদপুর সদর ও হাজীগঞ্জ থানা এলাকায় ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে জেলার বিভিন্ন থানায় মাদক বিক্রি করে আসছিল বলে পুলিশ জানায়।
আটক জাকির হোসেন শাহিন হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন যুবলীগ পশ্চিম শাখার সাধারণ সম্পাদক ও ওই ইউনিয়নের উচ্চাঙ্গাঁ গ্রামের মুন্সি বাড়ীর মো. নুরুল আমিনের ছেলে এবং মো. আজাদ গাজী চাঁদপুর সদর উপজেলার সেনগাঁও গ্রামের গাজী বাড়ীর নুরুল ইসলাম কালু গাজীর ছেলে।
ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এসময় তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো ট্রলারেন্স। তাই তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান এবং তথ্যদাতার নাম গোপন রাখার নিশ্চয়তা দেন তিনি।