মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ
শাহরাস্তি উপজিলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতুলি বাজারে নিউ ভি.আই.পি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ১২ টায় চিতোষী পশ্চিম ইউপির আয়নাতলি উত্তর বাজারে এর শুভ উদ্বোধন করা হয়।
ডায়াগনস্টিকের পরিচালক উদ্যোক্তা তাজুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও চিতোষী পশ্চিম ইউনিয়ন প. প. পরিদর্শক মোঃ ইকবাল হোসেন বিএসসি এর পরিচালনায়, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সার্জন এন্ড ফিজিশিয়ান ডাক্তার মীর মোহাম্মদ শফিউল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন আমরা কিভাবে চিন্তাভাবনা করি তার উপর অনেকাংশে নির্ভর করে আমরা কেমন অনুভব করব, যাদের মন নীতিবাচক চিন্তায় এবং উদ্বেগ উতকণ্ঠায় ভরপুর থাকে, তাদের মন আনন্দ কিংবা প্রশান্তিতে ভরে থাকার কোন কারণ নেই, আমরা যখন মনমরা অবস্থায় থাকি, তখন আমাদের আত্মবিশ্বাসও কম থাকে। বিষন্নতা, হতাশা যত গভীরই হোক,যত গভীর গর্তে পড়ে গেছি বলে মনে হোক না কেন, ইতিবাচক সঠিক পদ্ধতি ব্যবহার করে আমরা উদ্বেগ উৎকণ্ঠা কিংবা সংকটের সেই গর্ত থেকে নিজেকে টেনে আনতে সক্ষম হব ইনশাআল্লাহ। এলাকার মানুষদের উপকারার্থে এই প্রতিষ্ঠানটি সৃষ্টি করেছেন যদি আপনারা আস্থা বিশ্বাস অর্জন করতে পারেন তাহলে আপনাদের ব্যবসায় লাভ হবে সম্মানিত রোগীদেরকে সম্মান দিতে হবে, রোগীদের সাথে ভালো ব্যবহার করতে হবে তবেই রোগীরা আপনাদের পেছনে দৌড়াবে, আপনারা রোগীদের পেছনে দৌড়াতে হবে না।
তিনি বলেন যারা ভালো মন নিয়ে ভালো কাজ করবে, আল্লাহ বলেছেন, ওই সমস্ত মমিন বান্দাদের কাজ বৃথা যাবে না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহারাস্তি পল্লী বিদ্যুৎ এর ডিজি এম মোঃ মোবারক হোসেন সরকার, সূচীপাড়া ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও শাহারাস্তি প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক মো. আবুল কালাম, স্থানীয় চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন মাস্টার, ডায়গনষ্টিক সেন্টারের উদ্যোক্তা পরিচালক ও চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম মোল্লা, উদ্যোক্তা পরিচালক ও পল্লী চিকিৎসক ডাঃ মীর মো. শাহজাহান।আমন্ত্রিত ডাক্তারদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বারডেম হাসপাতালের ডাক্তার মোঃ রবিউল ইসলাম সাকিব , চাঁদপুর সরকারি হাসপাতালের গাইনি বিভাগের ডাঃ জোহরা জাহান, প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, সমাজ সেবক গোফরান হোসেন পাটওয়ারী , মিডওয়ে আফসারি আক্তার, উর্মিলা রানি রায়, পল্লী চিকিৎসক মো. খোরশেদ আলম,জীবন চন্দ্র মজুমদার, সুচিপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. মিলন হোসেন, সমাজ সেবক মোহাম্মদ কিরন পাটওয়ারী প্রমুখ।