হাজীগঞ্জে ১৩৮ বোতল ফেন্সিডিলসহ আটক দুই মাদক কারবারির জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করে হাজীগঞ্জ থানা পুলিশ। এর আগে এদিন তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে হাজীগঞ্জ থানার এসআই মো. আব্দুল্লাহ নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের কাজী বাড়ি সংলগ্ন এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এসময় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ১৩৮ বোতল ফেন্সিডিল জব্দ করে। যার আনুমানিক মূল্য সাড়ে ৮ লাখ টাকা।
একই সময়ে পিকআপ ভ্যানটি জব্দ করে পুলিশ।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতের সোপর্দ করা হয়েছে।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো ট্রলারেন্স। তাই, তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন এবং তথ্যদাতার নাম ও ঠিকানা গোপন রাখার নিশ্চয়তা দেন তিনি