ঢাকা 2:27 pm, Tuesday, 22 July 2025

প্রকৌ. মোহাম্মদ হোসাইনের উদ্যোগে হাজীগঞ্জ ও শাহরাস্তিতে ‘মুজিব একটি জাতির রূপকার’ ছবি প্রদর্শন

  • Reporter Name
  • Update Time : 10:15:13 am, Saturday, 11 November 2023
  • 9 Time View

ছবি-ত্রিনদী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেল’র ডিজি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রকৌ. মোহাম্মদ হোসাইনের উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর নির্মিত বায়েপিক ‘মুজিব একটি জাতির রূপকার’ ছবি প্রদর্শন করা হয়েছে।

বঙ্গবন্ধুর জীবন ও বাংলাদেশের স্বাধীনতার পূর্বাপর ঘটনা নিয়ে নির্মিত নির্মিত ছবিটি শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ বাজারস্থ বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে এবং বিকাল ৩টায় শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা থ্রি-স্টার কমিউনিটি হলে প্রদর্শন করা হয়। প্রকৌ. মোহাম্মদ হোসাইন দুই উপজেলায় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নিয়ে ছবিটি উপভোগ করেন।

হাজীগঞ্জে ছবিটি প্রদর্শনকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজি, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ এবং শাহরাস্তিতে প্রদর্শনকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টুসহ বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও স্ব-স্ব উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এক প্রতিক্রিয়ায় প্রকৌ. মোহাম্মদ হোসাইন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান স্বাধীনতা সংগ্রাম ও বাঙ্গালী জাতির মুক্তির ইতিহাস সর্ম্পকে যারা জানতে চায়, তাদেরকে এই সিনেমাটি দেখার জন্য অনুরোধ করছি। বিশেষ করে অভিভাবকদের প্রতি অনুরোধ জানাচ্ছি, তারা যেন সন্তানদের নিয়ে এই ছবিটি উপভোগ করনে।

কারণ হিসাবে তিনি বলেন, এই ছবিটির মাধ্যমে বঙ্গবন্ধুর শৈশব, কৈশর, নেতৃত্ব, ছাত্রনেতা থেকে জাতীয় নেতা, এমপি থেকে মন্ত্রী, তারপরে অবিসংবাদিত নেতা, অপরিহার্য নেতা, বঙ্গবন্ধু, জাতির পিতা এবং তাঁর সাদামাটা জীবন যেভাবে তুলে ধরা হয়েছে, তা দেখে আমাদের সন্তানেরা কিছু শিখতে এবং প্রকৃত ইতিহাস জানতে পারবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

প্রকৌ. মোহাম্মদ হোসাইনের উদ্যোগে হাজীগঞ্জ ও শাহরাস্তিতে ‘মুজিব একটি জাতির রূপকার’ ছবি প্রদর্শন

Update Time : 10:15:13 am, Saturday, 11 November 2023

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেল’র ডিজি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রকৌ. মোহাম্মদ হোসাইনের উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর নির্মিত বায়েপিক ‘মুজিব একটি জাতির রূপকার’ ছবি প্রদর্শন করা হয়েছে।

বঙ্গবন্ধুর জীবন ও বাংলাদেশের স্বাধীনতার পূর্বাপর ঘটনা নিয়ে নির্মিত নির্মিত ছবিটি শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ বাজারস্থ বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে এবং বিকাল ৩টায় শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা থ্রি-স্টার কমিউনিটি হলে প্রদর্শন করা হয়। প্রকৌ. মোহাম্মদ হোসাইন দুই উপজেলায় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে নিয়ে ছবিটি উপভোগ করেন।

হাজীগঞ্জে ছবিটি প্রদর্শনকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজি, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ এবং শাহরাস্তিতে প্রদর্শনকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান মিন্টুসহ বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও স্ব-স্ব উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এক প্রতিক্রিয়ায় প্রকৌ. মোহাম্মদ হোসাইন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান স্বাধীনতা সংগ্রাম ও বাঙ্গালী জাতির মুক্তির ইতিহাস সর্ম্পকে যারা জানতে চায়, তাদেরকে এই সিনেমাটি দেখার জন্য অনুরোধ করছি। বিশেষ করে অভিভাবকদের প্রতি অনুরোধ জানাচ্ছি, তারা যেন সন্তানদের নিয়ে এই ছবিটি উপভোগ করনে।

কারণ হিসাবে তিনি বলেন, এই ছবিটির মাধ্যমে বঙ্গবন্ধুর শৈশব, কৈশর, নেতৃত্ব, ছাত্রনেতা থেকে জাতীয় নেতা, এমপি থেকে মন্ত্রী, তারপরে অবিসংবাদিত নেতা, অপরিহার্য নেতা, বঙ্গবন্ধু, জাতির পিতা এবং তাঁর সাদামাটা জীবন যেভাবে তুলে ধরা হয়েছে, তা দেখে আমাদের সন্তানেরা কিছু শিখতে এবং প্রকৃত ইতিহাস জানতে পারবে।