শিরোনাম:
দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ  হাজীগঞ্জে সাড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ হাজীগঞ্জের রামপুরে সংঘর্ষে রণক্ষেত্র, জড়িয়ে পড়লো কয়েকটি গ্রাম হাজীগঞ্জে সিগারেট পান করাকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ: আহত অর্ধশতাধিক উৎসবমূখর পরিবেশে হাজীগঞ্জে পালিত হচ্ছে ঈদুল ফিতর উৎসবমুখর পরিবেশে চাঁদপুরেও উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর আওয়ামী লীগের মার্কা আগামী নির্বাচনে থাকবে না-নাহিদ হাজীগঞ্জের মধ্য বড়কুল বিএনপির ইফতার মাহফিল জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পাশে দাঁড়ালেন চাঁদপুরের জেলা প্রশাসক মতলব দক্ষিণে তালিকাভুক্ত দুই মাদক কারবারি গ্রেপ্তার

হাজীগঞ্জে দুই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ, সকল প্রতিষ্ঠানে নিষিদ্ধ চায় সচেতনমহল

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : শনিবার, ১ জুন, ২০২৪

মোহাম্মদ হাবীব উল্যাহ্ :

হাজীগঞ্জে দুইটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত ৩০ মে (বৃহস্পতিবার) হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ এবং ১৯ মে (রবিবার) থেকে হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।

হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানান যাচ্ছে যে, কলেজ ক্যাম্পাসে কোন প্রকার মোবাইল (এন্ডয়েড/বাটন ফোন) নিয়ে প্রবেশ করা যাবে না। মোবাইল ফোন নিয়ে কলেজ ক্যাম্পাাসে প্রবেশ করিলে মোবাইল ফোন জব্দ করা হবে। যা অফেরতযোগ্য। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

অপর দিকে গত ১৮ মে (শনিবার) হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ফেসবুক এডমিন মো. শেখ ফরিদ কর্তৃক ‘জরুরি নোটিশ’ নামক একটি স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে, ৬ষ্ঠ শ্রেণি থেকে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জানানো যাচ্ছে, যে আগামিকাল (১৯ মে, রবিবার) থেকে কারো কাছে কোন ধরনের মোবাইল পাওয়া গেলে (বাটাম ফোনসহ) তার বা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ দিকে প্রতিষ্ঠান দুইটির সময় উপযোগী সিদ্ধান্তের প্রতি সাধুবাদ জানিয়েছেন সচেতন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সচেতনমহল। বিশেষ করে মোবাইল ব্যবহার নিষিদ্ধের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে করে প্রতিষ্ঠান দুইটির প্রশংসা করে শেয়ার, লাইক ও কমেন্ট করতে দেখা গেছে। যে কয়টি স্ট্যাটাস দেখা গেছে, সবকটিতে পজেটিভ মন্তব্য করেছেন ফেসবুক ব্যবহারকারীরা।

এর মধ্যে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার দাবীতে ফেসবুকে বিভিন্ন পোস্ট দেখা যায় এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০