ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥
‘‘এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই”এই শ্লোগানে কচুয়া উপজেলার সাচার বহুমুখি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো.শাহজাহানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি,উপজেলা একাডেমিক সুপারভাইজার একেএম সোহেল রানা,সাচার ইউনিয়নের প্রশাসক জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,বিশিষ্ট সমাজসেবক আব্দুল খালেক,সাচার বাজার পরিচালনার সমিতির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মজুমদার প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক ও প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।