শিরোনাম:
হাজীগঞ্জে বেড়া দিয়ে রাস্তা বন্ধ, দুর্ভোগে গ্রামের হাজারো মানুষ আ. লীগ-বিএনপি দফায় দফায় সংঘর্ষ, আহত ৫ হাজীগঞ্জে মরহুম ইকবাল হোসেন আখন্দ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ কচুয়ায় আলোর দিশারী সমাজ সেবা সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ কচুয়া প্রেসক্লাবের পক্ষ থেকে প্রবাসী সাংবাদিক এমরান তালুকদারকে সংবর্ধনা কচুয়া উপজেলায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক তারাবিহ নামাজ পড়া অবস্থায় স্কুলশিক্ষক শরীফ হোসেনের মৃত্যু হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতাওয়াল্লি ডক্তর মো. আলমগীর কবির পাটওয়ারীর ছোট ভাই খোকা পাটওয়ারীর দাফন সম্পন্ন হাজীগঞ্জের জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হাজীগঞ্জে আলীগঞ্জ সোনালী ব্যাংকের ব্যবস্থাপকদের বিদায়-বরণ

কচুয়ায় আলোর দিশারী সমাজ সেবা সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : রবিবার, ২ মার্চ, ২০২৫
কচুয়ায় আলোর দিশারী সমাজসেবা সংগঠনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন, অতিথিবৃন্দ।

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥
কচুয়া উপজেলার উত্তর আকানিয়া সামাজিক সংগঠন আলোর দিশারী সমাজসেবা সংগঠনের উদ্যোগে দুইশত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার আকানিয়া বিশ্বরোড মোড় সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে আসন্ন মাহে রমজান উপলক্ষে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। দুই শতাধিক পরিবারের প্রতিজনকে খেজুর, ছোলা, চিনি,মুড়ি, ডাল ও তেলসহ অন্যান্য ইফতার সামগ্রী বিতরণ করেন।

সংগঠনের সভাপতি হাজী হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর ফারুক হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,আলোর দিশারী সমাজ সেবা সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মো.মফিজুল ইসলাম পাটোয়ারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম, সদর দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান পাঠান,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাবিবুল বাশার,কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ডা.জাকির হোসেন,সাচার কলেজের সহকারী অধ্যাপক নওশের আলম মুন,প্রবাসী-কচুয়া জাতীয়তাবাদী ফোরামের সাধারন সম্পাদক আব্দুস ছাত্তার পাঠান,বিশিষ্ট সমাজসেবক আব্দুল কুদ্দুস, সোহেল শেখ প্রমুখ। এ সময় আলোর দিশারী সমাজসেবা সংগঠনের সহসভাপতি হাবিব ফকির,কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম প্রধান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলাউদ্দিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফ হোসেন,কার্যনির্বাহী সদস্য সোহেল রানা,আহসান উল্লাহ,সেলিম মিয়াজী সহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন ।

ইফতার সামগ্রী বিতরণ শেষে এক প্রতিক্রিয়া সংগঠনের সংগঠনের সভাপতি হাজী হারুনুর রশিদ বলেন, সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চায় আকানিয়া আলোর দিশারী সমাজসেবা সংগঠন । ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন,প্রতিবন্ধী, অসচ্ছল ব্যক্তিদের আর্থিক সহায়তা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, এতিমদের পড়াশোনায় আর্থিক সহযোগিতা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের আর্ত-মানবতার সেবায় সংগঠনটি সবসময় নিয়োজিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১