কচুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটি ২০২৫ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার কচুয়া বিশ্বরোড তৃপ্তি মিনি চাইনিজ এন্ড কমিউনিটি সেন্টারে পরিচিতি সভা শেষে এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সভাপতি/সম্পাদকসহ সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
কচুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সভাপতি আলমগীর হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমির হোসেন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি কচুয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুল ইসলাম, নবনির্বাচিত কমিটির উপদেষ্টা অধ্যাপক নাজির আহমেদ,এ কে এমন সফিউল্লাহ,সহ-সভাপতি আনোয়ার হোসেন, ডাঃ মজিবুর রহমান, আব্দুর রাজ্জাক সরদার, শিক্ষা সচিব শাহজালাল মজুমদার, কোষাধ্যক্ষ ফখরুদ্দিন,সহ কোষাধ্যক্ষ গাজী ইয়াছিনসহ নব-নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা। এসময় উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও কেজি স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকারা উপস্থিত ছিলেন।