ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অসুস্থ বাবাকে দেখতে গিয়ে সড়কে ঝরলো পুলিশ সদস্যের প্রাণ

রিয়াজ

অসুস্থ বাবাকে দেখতে গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুমিল্লার লালমাই থানার পুলিশ সদস্য রিয়াজ উদ্দিন (৩১)। শনিবার দিবাগত রাত পৌনে ১২টায় লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের বাগমারা-মগবাড়ি সড়কের পশ্চিম চেঙ্গাহাটামুখী রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, পুলিশ সদস্য রিয়াজ উদ্দিনের পিতা বেলাল হোসেন গত শুক্রবার বিকেলে বাড়ির উঠুনে পিছলে পড়ে একটি হাত ভেঙ্গে ফেলেন। বিষয়টি জানার পর ছুটি নিয়ে রিয়াজ শনিবার রাত ১১টার পরে নিজের ব্যবহৃত ১২৫ সিসির ডিসকভার মোটর সাইকেলযোগে বাগমারা-মগবাড়ি সড়ক দিয়ে বাড়ি রওনা করেন। কর্মস্থল থেকে দুই কিলোমিটার দূরে পশ্চিম চেঙ্গাহাটা মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের পাশের ডোবায় পড়ে যান। মাথায় হেলমেট পরা থাকলেও সড়কের পাশের একটি পিলারে আঘাত লেগে তার থুতনি ফেটে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা বেলাল হোসেন জানান, ছেলে ছুটি নিয়ে আমাকে দেখতে বাড়ি আসতেছিল। কিন্তু আল্লাহ তাকে চিরস্থায়ী ছুটিতে পাঠালো। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, ছুটি নিয়ে পুলিশ কনস্টেবল রিয়াজ উদ্দিন বাড়ি যাচ্ছিলেন। নিজের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শনিবার রাতে তিনি প্রাণ হারান। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।

জানা যায়, নিহত রিয়াজ উদ্দিন চাঁদপুরের শাহরাস্তির চিতোষী পূর্ব ইউনিয়নের ঘড়িমন্ডল গ্রামের বেলাল হোসেনের ছেলে। দাম্পত্য জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক। ২০১৩ সালের ২৯ মার্চ তিনি কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। গত ১৫ আগস্ট তিনি লালমাই থানায় কম্পিউটার অপারেটর হিসেবে কাজ শুরু করেন। এর আগে তিনি সিলেট রেঞ্জের হবিগঞ্জ জেলায় কর্মরত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে আওয়ামীলীগের ফেসবুক পেইজের অ্যাডমিন আটক

অসুস্থ বাবাকে দেখতে গিয়ে সড়কে ঝরলো পুলিশ সদস্যের প্রাণ

Update Time : ০৯:২১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

অসুস্থ বাবাকে দেখতে গ্রামের বাড়ি চাঁদপুরের শাহরাস্তিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুমিল্লার লালমাই থানার পুলিশ সদস্য রিয়াজ উদ্দিন (৩১)। শনিবার দিবাগত রাত পৌনে ১২টায় লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের বাগমারা-মগবাড়ি সড়কের পশ্চিম চেঙ্গাহাটামুখী রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, পুলিশ সদস্য রিয়াজ উদ্দিনের পিতা বেলাল হোসেন গত শুক্রবার বিকেলে বাড়ির উঠুনে পিছলে পড়ে একটি হাত ভেঙ্গে ফেলেন। বিষয়টি জানার পর ছুটি নিয়ে রিয়াজ শনিবার রাত ১১টার পরে নিজের ব্যবহৃত ১২৫ সিসির ডিসকভার মোটর সাইকেলযোগে বাগমারা-মগবাড়ি সড়ক দিয়ে বাড়ি রওনা করেন। কর্মস্থল থেকে দুই কিলোমিটার দূরে পশ্চিম চেঙ্গাহাটা মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের পাশের ডোবায় পড়ে যান। মাথায় হেলমেট পরা থাকলেও সড়কের পাশের একটি পিলারে আঘাত লেগে তার থুতনি ফেটে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা বেলাল হোসেন জানান, ছেলে ছুটি নিয়ে আমাকে দেখতে বাড়ি আসতেছিল। কিন্তু আল্লাহ তাকে চিরস্থায়ী ছুটিতে পাঠালো। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, ছুটি নিয়ে পুলিশ কনস্টেবল রিয়াজ উদ্দিন বাড়ি যাচ্ছিলেন। নিজের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শনিবার রাতে তিনি প্রাণ হারান। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।

জানা যায়, নিহত রিয়াজ উদ্দিন চাঁদপুরের শাহরাস্তির চিতোষী পূর্ব ইউনিয়নের ঘড়িমন্ডল গ্রামের বেলাল হোসেনের ছেলে। দাম্পত্য জীবনে তিনি ১ ছেলে ও ১ মেয়ের জনক। ২০১৩ সালের ২৯ মার্চ তিনি কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। গত ১৫ আগস্ট তিনি লালমাই থানায় কম্পিউটার অপারেটর হিসেবে কাজ শুরু করেন। এর আগে তিনি সিলেট রেঞ্জের হবিগঞ্জ জেলায় কর্মরত ছিলেন।