চাঁদপুরের মতলব উত্তরে ক্লু-লেস হত্যাকান্ডের প্রধান আসামী মো. নাহিদ গাজী (৩৫) কে ঢাকা বাড্ডা থানা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে গ্রেফতার আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।
গ্রেপ্তার নাহিদ গাজী জেলার মতলব উত্তর উপজেলার এখলাসপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মো. হান্নান গাজীর ছেলে।
হত্যার শিকার মিজানুর রহমান মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের পশ্চিম এখলাছপুর মিজি বাড়ির ফয়েজ উল্ল্যাহর ছেলে।
মামলার বিবরণ থেকে জানাগেছে, নিহত মিজানুর রহমান অভিযান পেশায় একজন অটোরিকশা চালক। ২৫ বছর পূর্বে নদীতে বাড়ি ভেঙে যাওয়ার কারণে বর্তমানে তারা নারায়নগঞ্জে ভাড়াবাসায় বসবাস করেন। পৈত্তিক ও নানার বাড়ি এখলাছপুর হওয়ায় সে মাঝে মাঝে বেড়াতে আসতো।
আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে মতলব উত্তর উপজেলার হাশিমপুর গ্রামের মিন্টুর দোকানের সামনে গত ১৩ আগষ্ট দিনগত রাত ১ টা থেকে ভোর ৫টার মধ্যে যে কোন সময় মিজানুর রহমানকে মারধর ও মাথায় গুলি করে কে বা কারা হত্যা করে পালিয়ে যায়। পরে সকালে স্থানীয়রা পুলিশকে বিষয়টি জানালে থানা পুলিশ ঘটনাস্থল এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। ওইদিনই মতলব উত্তর থানায় বাদী হয়ে অজ্ঞাতনামা একটি মামলা দায়ের করেন নিহতের স্ত্রী শারমিন আক্তার। পরে মামলাটি তদন্তের দায়িত্ব পান মতলব উত্তর থানার এসআই (উপ-পরিদর্শক) দেলোয়ার হোসেন।
তারই ধারাবাহিকতায় তিনি বুধবার (৮ অক্টোবর) দিনগত রাতে থানার ওসির নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে সংঙ্গীয় সদস্যরা ঢাকার বাড্ডা থানা থেকে আসামী নাহিদ গাজীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, এটি একটি ক্লু-লেস হত্যাকান্ড। হত্যাকান্ডের পরে গ্রেপ্তার আসামী নাহিদ তার ছোট ভাই নাজমুলের মোবাইল ফোন দিয়ে নূরু খালাসী নামের এক ব্যক্তিকে ফোন দিয়ে বলে মিজানকে মেরে ফেলছি এবার তোর পাল্লা। এই সূত্রধরেই হত্যাকান্ডের রহস্য উদঘাটন হয়। বেশ কয়েকবার চেষ্টার পর অবশেষে নাহিদকে গ্রেপ্তার করা হয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, নাহিদকে বুধবার ঢাকা বাড্ডা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান।