চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সহ-সভাপতি এম.এ শুক্কুর পাটোয়ারীর নির্দেশে মতলব দক্ষিণে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বিকেলে বহরী, উপাদী, ডিঙ্গাভাঙ্গা, লেজাকান্দি এলাকায় লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণে ৫নং উপাদী উত্তর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন খান, ৫নং উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ও ২০১৬সালে ধানের শীষ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. শামীম হোসেন মিয়াজী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপাতি মো. শরীফ সরকার প্রমুখ।
এ সময় ৫নং উপাদী উত্তর ইউনিয়নের আড়ং বাজার এলাকার বিভিন্ন স্থানে দোকান কর্মচারী, ফুটপাতের পথচারী, রিক্সা-অটোরিক্সা চালক ও যাত্রীদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।