শাহরাস্তি মডেল থানা পুলিশ কর্তৃক মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
২৯/০১/২০২৬ ইং বৃহস্পতিবার শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান এর দিক নির্দেশনায় এস আই(নিঃ)/ মোঃ খায়রুল আলম, পি-৮২০২০৯৯০১৯, সঙ্গীয় এএসআই(নিঃ) শহীদুল্লাহ, এএসআই(নিঃ) এরশাদ মিয়া, ফোর্সসহ থানার একটি চৌকস টিম ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযান করাকালে ২৯/০১/২০২৬ খ্রিঃ তারিখ রাত ২৩.৩০ ঘটিকার সময় শাহরাস্তি থানাধীন পৌরসভার উপলতা পশ্চিম সাকিনস্থ তিন রাস্তার মোড় পাটোয়ারী বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পারিচালনা করিয়া আসামী ১। পারভেজ হোসেন শুভ (২০), পিতা- বিলাল হোসেন, মাতা- পারভীন আক্তার, সাং- সোনাপুর (চৌকিদার বাড়ী), ২। মেহেদী হাসান সজীব (৩০), পিতা- হুমায়ুন কবির, মাতা- ফজিলাতুন্নেছা, সাং- সোনাপুর (মোল্লা বাড়ী), উভয় থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুরদ্বয়কে ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-১৮, তারিখ- ২৯ জানুয়ারি, ২০২৬; জি আর নং-১৮, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মাদক উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানান শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান।
মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ 























