জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিগত দিনে যে তিনটি রাজনৈতিক দলের সরকার দেশ শাষন করেছে, তারা প্রশাসনকে নিজের স্বার্থে ব্যবহার করেছে। বুকে হাত দিয়ে এ তিন দল বলতে পারবেনা র্দুনীতি করেননি। নারীর উপর অত্যাচার র্নিযাতন ইঙ্গিত বহণ করে আগামী দিনে বিএনপির কাছে এদেশের নারী সমাজ নিরাপদ নয়। শেরপুরে জামায়াত নেতাকে হত্যা করার মধ্যদিয়ে পতিত স্বৈরাচারের সাথে বিএনপির যোগসূত্র রয়েছে তা প্রমান করে। সততার রাজনীতিতে যারা ফেল করেছে জনগণ তাদেরকে প্রত্যাখান করবে। কচুয়ার এ বিশাল জনসভা প্রমাণ করেযে, দেশের আঠার কোটি মানুষ পরিবর্তন চায়। এ পরিবর্তন পূর্বে যা ছিল তা আর দেখতে চায় না। তারা ন্যায় সঙ্গত অধিকার প্রতিষ্ঠার সরকার দেখতে চায়। তাই মাদক-চাঁদাবাজ-মাস্তানী ও রাহাজানী মুক্ত দেশ গড়ার জন্য দাঁড়িপাল্লায় ভোট দিন। তিনি গতকাল শনিবার কচুয়া সরকারী ডিগ্রী কলেজ মাঠে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।
জামায়াতের কচুয়া উপজেলা শাখার আমীর এডভোকেট আবু তাহের মেসবাহ’র সভাপতিত্বে এ জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ছাত্র শিবির কেন্দ্রিয় কমিটির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর ১ কচুয়া আসনের জামায়াত ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী। জামায়াতের চাঁদপুর জেলা শাখার আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী ও নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল,এনসিপি চাঁদপুর জেলা শাখার সমন্ময়ক মাহবুবুল আলম প্রমূখ। এ জনসভায় প্রধান অতিথি চাঁদপুর ৫ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপি প্রেসিডিয়াম সদস্য ড. নিয়ামুল বশির ও চাঁদপুর ৩ আসনের প্রার্থী এডভোকেট শাহাজান মিয়াকে পরিচয় করিয়ে দেন। সভা পরিচালনা করেন জামায়াতের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আমীর শাহাদাৎ হোসেন ও কচুয়া শাখার নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম।
ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া: 













