মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
জন্মদিনে ফুলে ফুলে সিক্ত হলেন বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেলের মহা-পরিচালক (ডিজি), ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ঢাকা সেন্টার এর চেয়ারম্যান, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি’র বিদ্যুৎখাত সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির কনভেনর প্রকৌ. মোহাম্মদ হোসাইন।
রোববার (৩ ডিসেম্বর) দিনভর লাল গোলাপ ও রজনীগন্ধাসহ নানা ফুলের শুভেচ্ছায় কেটেছে তাঁর। এছাড়া মুঠোফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও অসংখ্য শুভেচ্ছা বার্তা পেয়েছেন প্রকৌ. মোহাম্মদ হোসাইন। কাটা হয়েছে জন্মদিনের কেক এবং তাঁর সুস্থতা ও নেক হায়াত কামনায় অনুষ্ঠিত হয়েছে দোয়া ও মোনাজাত।
এদিন বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেল, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ঢাকা সেন্টার, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও নেতৃবৃন্দ, দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের পাশাপাশি সহকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রকৌ. মোহাম্মদ হোসাইনকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আয়োজন করেন কেক কাটা, দোয়া ও মোনাজাত।
জন্মদিনে অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে প্রকৌ. মোহাম্মদ হোসাইন বলেন, যারা আমার জন্মদিনে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগতভাবে, মোবাইলে, ফেসবুকে এবং বিভিন্নভাবে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। আপনাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। এ সময় তিনি সবার সুস্থতা ও মঙ্গল কামনা করেন।
উল্লেখ্য, প্রকৌ. মোহাম্মদ হোসাইন হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের প্রয়াত প্রধান শিক্ষক নুরুল হক ভূঁইয়ার কৃতি সন্তান। তিনি বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেলের মহা-পরিচালক (ডিজি) পদে দায়িত্ব পালন করছেন। তিনি একজন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।
তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ঢাকা সেন্টার এর চেয়ারম্যান, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি’র বিদ্যুৎখাত সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির কনভেনর এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্যসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন।