মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কমর্চারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অফিস সহায়ক, নৈশ প্রহরী ও আয়া পদে স্বচ্ছতার ভিত্তিতে লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদসহ নিয়োগ বোর্ড।
জানা গেছে, এ দিন বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত পরীক্ষায় প্রধান শিক্ষক পদে আবেদনকৃত ৮ জনের মধ্যে ৬ জন, অফিস সহায়ক পদে ৯ জনের মধ্যে ৮ জন, নৈশ প্রহরী পদে জন ও আয়া পদে ৪ জনের মধ্যে ৩ জন লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষায় প্রধান শিক্ষক পদে মো. আবুল কালাম আজাদ, অফিস সহায়ক পদে মো. মিজানুর রহমান ও নৈশপ্রহরী পদে মো. আব্দুল আলিম প্রথম ও নির্বাচিত এবং নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। একই পরীক্ষায় কাম্য নম্বর না পাওয়ায় আয়া পদে কাউকে উত্তীর্ণ ও নির্বাচিত করা হয়নি।
নিয়োগ বোর্ডের দায়িত্ব পালন করেন, জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, ডিজির প্রতিনিধি আলেয়া ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের সভাপতি মো. জসিম উদ্দিন ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবু তাহের মিয়া।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের দাতা ও হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ আব্দুল মান্নান খান বাচ্চু, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মো. সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী মো. শাহজামালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য মো. সোহেল রানা, অভিভাবক সদস্য মো. মহিউদ্দিন, মো. সোহেল হোসেন, মো. শাহজাহান, মো. মজিবুর রহমান, লিপি আক্তার, শিক্ষক প্রতিনিধি মো. ফজলুর রহমান ও মো. মনির হোসেন, সিনিয়র শিক্ষক মো. জসিম উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 
																			 Reporter Name
																Reporter Name								 





















