মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
‘দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি এই শ্লোগানে হাজীগঞ্জের বড়কুল (পুর্ব) ইউনিয়নের ৭নং ওয়ার্ড কোন্দ্রা (দোয়াগোন্ডা) গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। কোন্দ্রা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে প্রতিবছরের ন্যায় এ বছরেও গ্রামের বিভিন্ন সড়ক ও স্থানে বিভিন্ন ফল, ফুল ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
উল্লেখ্য, ইতিমধ্যে কোন্দ্রা প্রবাসী কল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কার্যক্রম করে ব্যাপক সাড়া জাগিয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে। এর মধ্যে রমজান মাসে মাত্র ৬৯৯ টাকায় ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি ছোলা, দেড় কেজি চিনি, দেড় কেজি মুড়ি ও ৫০০ গ্রাম খেজুর বিক্রি করা হয়েছে। এই ইফতার সামগ্রীর বাজার মূল্য ১১’শ টাকারও বেশি ছিল।
এছাড়াও কোন্দ্রা প্রবাসী কল্যাণ সমিতি গত ৫ বছর ধরে মসজিদে টুপি, ইমাম-মোয়াজ্জেমদের পাঞ্জাবি-পায়জামা, প্রতিটি মসজিদে ডিজিটাল ঘড়ি, শিক্ষা প্রতিষ্ঠানে খাতা-কলম, প্রতি বছর ২ টি করে ছাগল, ইফতার সামগ্রী ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করে আসছে এবং সংগঠনের আয়োজনে নিয়মিত ক্রীড়ানুষ্ঠান হয়ে থাকে।
এর পাশাপাশি কোন্দ্রা প্রবাসী কল্যাণ সমিতি করোনাকালীন সময়ে মাস্ক বিতরণসহ সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। আগামি দিনেও সংগঠনটি যেন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখতে পারে, সেজন্য সর্বস্তরের মানুষের দোয়া চেয়েছেন, সংগঠনের নেতৃবৃন্দ।