মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জে দুইটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পর এবার সুহিলপুর এবিএস ফাযিল (ডিগ্রি) মাদরাসার শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত শনিবার (১ জুন) থেকে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এর আগে গত ৩০ মে (বৃহস্পতিবার) হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ এবং ১৯ মে (রবিবার) থেকে হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।
অধ্যক্ষ মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তি/নোটিশতে বলা হয়, সুহিলপুর এবিএস ফাযিল (ডিগ্রি) মাদরাসার শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, মাদরাসা ক্যাম্পাসে কোন প্রকার মোবাইল (এন্ডয়েড/বাটন ফোন) নিয়ে প্রবেশ করা যাবে না। মোবাইল ফোন নিয়ে কলেজ ক্যাম্পাাসে প্রবেশ করিলে মোবাইল ফোন জব্দ করা হবে। যা অফেরতযোগ্য। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।
গত শনিবার (১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাদরাসার পেজে মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং ওই বিজ্ঞপ্তিটি অধ্যক্ষ মো. আব্দুর রহিম তার ব্যক্তিগত ফেসবুকে শেয়ার করেন। এ দিকে প্রতিষ্ঠানের সময় উপযোগী সিদ্ধান্তের প্রতি সাধুবাদ জানিয়েছেন সচেতন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সচেতনমহলসহ ওই এলাকার লোকজন।