মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম। নির্বাচনে ১৩ জন প্রার্থী অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেন।
ফলাফল সূত্রে জানা গেছে, ৮৫৪ ভোটের মধ্যে ৫৮১ ভোট কাস্ট হয়। এর মধ্যে ৫১৬ ভোট বৈধ ও ৬৫ ভোট বাতিল হয়। বৈধ ভোটের মধ্যে ৩৭৪ ভোট পেয়ে প্রথম মো. সাইফুল ইসলাম, ৩৭১ ভোট পেয়ে দ্বিতীয় রাধা কান্ত দাস রাজু, ২৪১ ভোট পেয়ে তৃতীয় মো. আবু সুফিয়ান মুন্সী ও ১৪৬ ভোট পেয়ে চতুর্থ অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন মো. শাহজালাল।
এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে অদৈত্য চন্দ্র দাস ৭৫ ভোট, মো. ইকবাল হোসেন ১২১ ভোট, মো. কামরুল ইসলাম খান ১০৭ ভোট, তপন চন্দ্র পাল ৮৪ ভোট, দেওয়ান মোশারফ হোসেন ৮৭ ভোট, মাসুদ মিজি ৫৬ ভোট, মমিন ৫ ভোট, মো. শাহীদুল আলম ১০০ ভোট ও সুবাস সরকার ১২ ভোট পেয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসের সার্বিক ব্যবস্থাপনায় এবং প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলমের সার্বিক দিক-নির্দেশনায়, হাজীগঞ্জ থানা পুলিশের উপস্থিতিতে এদিন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হয়।