বাংলাদেশ স্কাউটস, হাজীগঞ্জ উপজেলায় কাব স্কাউট দলের গ্রুপ সভাপতি (প্রধান শিক্ষক) ও ইউনিট লিডারদের দিনব্যাপী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস, উপজেলা শাখার আয়োজনে সোমবার (১৫ জুলাই) হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র-শিক্ষক মিলনাতয়নে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম পাটওয়ারী, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ, স্কাউটসের কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক আকতার হোসেন, চাঁদপুর ও লক্ষ্মীপুর অঞ্চলের সহকারী পরিচালক পূরভী সরকার শম্পা ও জেলা কমিশনার মো. শামছুল আমিন।
স্কাউটসের উপজেলা যুগ্ম সম্পাদক মো. মাসুদ হোসেনের উপস্থাপনায় স্কাউটসের উপজেলা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, উপজেলা কমিশনার মো. দেলোয়ার হোসেন, উপজেলা সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মো. শফিকুর রহমান, যুগ্ম সম্পাদক এমরান হোসেন সুমন, কাব লিডার মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরী, সদস্য হাসিবুর রহমান ও আল মামুন প্রমুখ।
জানা গেছে, সরকারি নির্দেশনা মোতাবেক শতভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২টি করে স্কাউট দল বা রোভার গঠন ও প্রত্যেক শিক্ষার্থীর স্কাউট প্রশিক্ষণ নিশ্চিত করার লক্ষে উপজেলায় কাব স্কাউট দলের গ্রুপ সভাপতি (প্রধান শিক্ষক) ও ইউনিট লিডারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ১৫৭টি প্রাথমিক বিদ্যারয়ের ১৫৭ জন গ্রুপ সভাপতি, ২১ জন উডব্যজার ও ২জন এএলটিসহ ১৫০ ইউনিট লিডার অংশগ্রহণ করেন।
দিনব্যাপী মতবিনিময় সভার শুরুতেই অংশগ্রহণকারীদের উপস্থিতি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়। এরপর উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিদের বক্তব্য শেষে দল গঠন বিষয়ক বিভাগীয় নির্দেশনা ও বাস্তবায়ন কৌশল বিষয়ে উপস্থাপন করেন, স্কাউটসের কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক আকতার হোসেন। দল গঠন, রেজিস্ট্রেশন ও নবায়ন, দল পরিচালনা বিষয়ে উপস্থাপন করেন, চাঁদপুর ও লক্ষ্মীপুর অঞ্চলের সহকারী পরিচালক পূরভী সরকার শম্পা।
এছাড়াও প্যাক মিটিং বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও প্রতিবন্ধকতা দূরীকরণে করণীয় বিষয়ে উপস্থাপন করেন, স্কাউটসের উপজেলা কোষাধ্যক্ষ মো. শফিকুর রহমান, কাব স্কাউট ফি আদায়, তহবিল সংরক্ষণ ও হিসাব রক্ষণ বিষয়ে উপস্থাপন করেন যুগ্ম সম্পাদক মো. মাসুদ হোসেন ও শাপলা কাব অ্যাবওয়ার্ড অর্জনে করণীয় বিষয়ে উপস্থাপন করেন পূরভী সরকার শম্পা। সবশেষে মুক্ত আলোচনা, সভায় গৃহীত সুপারিশ উপস্থাপনের মাধ্যমে মতবিনিময় সভা সমাপ্তি করেন সভাপতি।