• মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
চাঁদপুর সদর থানায় ঢুকে পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন শিক্ষার্থীরা, ওসি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চাঁদপুরে ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, শহরে জলাবদ্ধতা পুলিশ সুপারেরর সাথে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মতবিনিময় বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সদর উপজেলা ইউএনও’র মতবিনিময় সভা চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা কচুয়ায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার নোয়াখালীর সাবেক এমপি স্ত্রী ও সন্তানসহ আটক বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান কিনা রয়টার্সের প্রশ্নের জবাবে যা বললেন নাহিদ কচুয়ায় সড়কে যানজট নিরসনে স্কাউট সদস্য ও সাধারন শিক্ষার্থী বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্বরণে দশানী এলাকায় আলোচনা সভা ও দোয়া

বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সদর উপজেলা ইউএনও’র মতবিনিময় সভা

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
ছবি-নতুনেরকথা।

মুহাম্মদ বাদশা ভূঁইয়া:

চলমান পেক্ষাপট নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরতে চাঁদপুর সদর উপজেলা
ইউএনও’র সাখাওয়াত জামিল সৈকত এর সাথে মতবিনিময় করেছে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

সোমবার (১৯ আগস্ট) বিকেল ৩ টায় চাঁদপুর সদর উপজেলার ডিজিটাল কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এসময় শিক্ষার্থীরা বলেন, সারা দেশের ন্যায় চাঁদপুরেও সাধারণ শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছে। বর্তমানে সাধারণ শিক্ষার্থীরা চাঁদপুরে সকল প্রকার অনিয়ম-অপরাধ রোধে কাজ করে যাচ্ছে। এ অবস্থায় চাঁদপুরে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাবমূর্তি বিনষ্ট করতে একটি চক্র নানা অনিয়মের সাথে জড়িয়ে পড়ছে।

এই মুহূর্ত থেকে চাঁদপুরের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার। আমরা সকল সম্প্রদায়ের মানুষজনের জানমাল রক্ষার্থে সর্বদা প্রস্তুত আছি। যেখানেই এ ধরনের সংবাদ পাবো সেখানেই আমাদের টিমের সদস্যদের পাঠিয়ে দিয়ে সার্বিক সহযোগিতা করবো। ছাত্ররা নদী ভাঙ্গন রোধ, নৌ পথে এবং সড়ক পথে যাতায়াতে অতিরিক্ত টাকা আদায় বন্ধ করা, চাঁদাবাজি বন্ধ করা, হাসপাতালে চিকিৎসার সেবা বৃদ্ধি করা, সরকারি দপ্তরগুলোতে হয়রানি বন্ধ করে সেবার মান বৃদ্ধির দাবি জানান ।

শিক্ষার্থীরা বলেন, আমরা যানজট নিরসন, চাঁদাবাজী, বাজার মনিটরিংসহ অন্যান্য যে কোন অনিয়ম প্রতিরোধে (যোক্তিকভাবে) প্রশাসনের সহযোগীতা কামনা করছি। পাশাপাশি আমাদের সাধারণ শিক্ষার্থীদের অনেকে হুমকি-ধমকির শিকার হচ্ছে।

চাঁদপুর সদর উপজেলার ইউএনও সাখাওয়াত জামিল সৈকত বলেছেন, আমি একজন শিক্ষার্থী ছিলাম। আজ আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে না থাকলে আমিও শিক্ষার্থীদের কাতারে থাকতাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে পরিকল্পনা করে এ উপজেলার সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা দেওয়া হবে। নদী ভাঙ্গন রোধে জেলা প্রশাসক মহোদয়কে অবগত করা হয়েছে। চিকিৎসা সেবা, যাত্রী সেবাসহ সমাজের অসঙ্গতিগুলো ছাত্রদের সাথে নিয়েই করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন, সভায় বৈশম্যবিরোধী ছাত্র আন্দলনে অংশ নেয়া সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, নাদিম পাটওয়ারী, আব্দুল্লাহ আল কাফী, ঐশর্য, সিয়াম পাটওয়ারী, আনাস ইবনে আলমগীর, মো. যোবায়ের ইসলাম আসিফ, মো. মানজুরুল এহসান পারভেজ, ফয়সাল খান, সাগর হোসেন, ইফরান কাদের রুহিন, মেজবাহ উদ্দিন, সৈয়দ সাকিবুল ইসলাম, মো. হাবিবুর রহমান, জাহিদ হাসান, ইসরাত জাহান, ফারিয়া নিশাত, সামিয়া আফরোজ, সামিয়া সানজু। এরা চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর পুরাণ বাজার ডিগ্রি কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কাওমী মাদ্রাসার শিক্ষার্থী।

মতবিনিময় সভা শেষে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভাবমূর্তি বিনষ্টকারীদের আইনের আওতায় আনার বিষয়ে চাঁদপুর সদর উপজেলা ইউএনও সাখাওয়াত জামিল সৈকত বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন সাধারণ শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০