• বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
লংমার্চ থেকে ভারতকে প্রভুত্ব ছেড়ে বন্ধু হওয়ার আহ্বান বিএনপির ফরিদগঞ্জে এস.এস.সি পরীক্ষার্থীদের বোর্ড ও কেন্দ্র ফি দিলো ‘বন্ধন-১২’ ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ে নিহত য়ৌথবাহিনীর অভিযানে চাঁদপুরে ৪৪ কেজি গাঁজাসহ কারবারি আটক চাঁদপুরে অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানবাধিকার কর্মী হোসেন মোল্লা লিটন বললেন মানব কল্যাণেই গৃহিত হচ্ছে মানবাধিকার হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নিহত সাংবাদিক মিরাজ মুন্সীর বোনের দাফন সম্পন্ন বড়কুল পূর্ব ইউনিয়নে বিদেশীদের সহযোগিতায় সিমস্ প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত ভারতীয় নায়িকা ‘রাশমিকার সৌন্দর্য’ নিয়ে ওয়াজ করায় ক্ষমা চাইলেন আমির হামজা চাঁদপুরে ৫৫ মণ নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ৬০ হাজার টাকা

আহত ছাত্রদল নেতাদের দেখতে হাসপাতালে মোস্তফা কামাল সুমন

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

মো. জহির হোসেন:

হাজীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতা তানভীর ও স্বেচ্ছাসেবদলের কুদ্দুসকে হাসপাতালে দেখতে গেছেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল সুমন।

সোমবার বিকেলে তিনি হাজীগঞ্জ উপজেলা কমপ্লেক্সে ভর্তি থাকা তানভীরের ও কুদ্দুস কে শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং তার পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এসময় তিনি বলেন, “এই ন্যাক্কারজনক হামলার আমরা তীব্র নিন্দা জানাই। কোনো রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

হাসপাতালে আহত তানভীরের সঙ্গে কথা বলার পাশাপাশি মোস্তফা কামাল সুমন অন্য আহতদেরও খোঁজ নেন। তিনি চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। তার সঙ্গে ছিলেন হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সাল, সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জানা যায়, গত ৩০ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর (উঃ) ইউনিয়নের হরিপুর গ্রামের দশআনি বাড়ির জামে মসজিদের সামনে ড্রেজার দিয়ে বালু তোলার স্থান থেকে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। স্থানীয় যুবলীগ নেতা কাইয়ুম, ওয়ার্ড যুবলীগ সভাপতি ইয়াসিন এবং তাদের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল ও যুবদল নেতাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এই হামলায় গুরুতর আহত হন যুবদলের সদস্য সচিব কাজী জসিম, ইউনিয়ন যুবদলের সভাপতি মহিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কুদ্দুছ, ছাত্রদলের নেতা তানভীর, লিটন ও নেছার আহমেদ চৌধুরী।

আহতদের প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পর ১ ডিসেম্বর মোহাম্মদ বাবুল বাদী হয়ে হাজীগঞ্জ থানায় ১৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন। হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক বলেন, “আমরা ঘটনার তদন্ত করছি এবং প্রকৃত অপরাধীদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১