মোহাম্মদ হাবীব উল্যাহ্:
মহান বিজয় দিবস উপলক্ষে হাজীগঞ্জ-শাহরাস্তির উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিজয় র্যালি বাস্তবায়নে হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিয়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বড়কুল পূর্ব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল গফুর পাটওয়ারী বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় ইউনিয়ন নেতৃবৃন্দসহ ১ থেকে ৫নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই বিজয় র্যালি বাস্তবায়নে পরবর্তীতে ৬ থেকে ৯নং ওয়ার্ডের নেতৃবৃন্দের উপস্থিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে।
আগামি ১৬ ডিসেম্বর (সোমবার) আয়োজিত বিজয় র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জি. মমিনুল হক।
ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবিরের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন টিটু, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আতিকুর রহমান পাটওয়ারী, ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জামাল হোসেন, ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির পাটওয়ারী।
এসময় আরও বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মমিন, ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ক্রীড়া সম্পাদক জিল্লুর রহমান রাজু, যুবনেতা রহমত উল্যাহ, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল ফরাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি আলামিন দিনু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিজয় র্যালি অনুষ্ঠিত হবে, ইঞ্জি. মমিনুল উপস্থিত থাকবেন। আমরা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ফেসবুকের মাধ্যমে জানতে পারি। কিন্তু ইউনিয়ন বিএনপির দায়িত্বশীলদের মাধ্যমে কোনো ম্যাসেজ পাইনি। অথচ র্যালির মাত্র দুইদিন বাকি আছে। এভাবে অতিতেও কোন প্রোগ্রামে হলে আমাদের আনুষ্ঠানিকভাবে জানানো হতো না।
প্রস্তুতি সভার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বক্তারা আরও বলেন, আজকে (শুক্রবার) যেভাবে প্রস্তুতি সভার মাধ্যমে আমাদেরকে অবহিত এবং দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। আশাকরি ভবিষ্যতেও যেন সিনিয়র নেতৃবৃন্দের সাথে সমন্বয়ক করে এভাবে আমাদেরকে দিক-নির্দেশনা দেওয়া হয়। এতে করে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পাবে এবং দল শক্তিশালী হবে।