মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া:
শাহারাস্তিতে বেলুন উড়িয়ে তারুণ্যের উৎসবের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসির আরাফাত।
এসো “দেশ বদলাযই পৃথিবী বদলাই”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তারুণ্যের উৎসবের সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ।
রাজনৈতিক সামাজিক ব্যক্তিবর্গ ও স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিজওয়ানা চৌধুরী, শাহারাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার, উপজেলা বিএনপি’র নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আখতার হোসেন পাটোয়ারী,উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আলী আজগর মিয়াজী,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ মাকসুদ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আকলিমা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশরাফ , প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান ভূঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোতালেব খান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ ফারুক আহমেদ, দারিদ্র্য বিমোচন কর্মকর্ম মোহাম্মদ শাহজাহান, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইস্টিশন মাস্টার আবু হাসান, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক নোমান হোসেন আকন্দ, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান, ডাক্তার মোঃ আব্দুর রাজ্জাক, রায়শ্রী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন,টামটা চেয়ারম্যান,ফারুক হোসেন দর্জি , টামটা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান, মোঃ জহিরুল ইসলাম মানিক, মেহের দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান, মোঃ রুহুল আমিন, সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান, মোঃ মাহাতাবউদ্দিন হেলাল, চিতোষী পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার মোঃ আলম বেলাল, সুচিপাড়া উত্তর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ লিটন।