ঢাকা 6:52 am, Monday, 21 July 2025

শিক্ষার্থীদের বড় প্রত্যাশা থাকতে হবে এবং মনযোগী ও পরিশ্রমি হতে হবে-জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন

  • Reporter Name
  • Update Time : 08:39:21 am, Wednesday, 15 January 2025
  • 10 Time View

ছবি-ত্রিনদী

হাজীগঞ্জে নতুন ভবন ও প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন, সেলাই মেশিণ বিতরণসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলাপ্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকালে তিনি উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন, বাকিলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

দুপুরে তিনি বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন, হাজীগঞ্জ থানা ও পৌরসভা পরিদর্শন বিএডিসি কর্তৃক কৃষকদের প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন, উপজেলার দুঃস্থ ও অস্বচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন এবং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।

বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলাপ্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, বিদ্যালয়ের ফলাফল ও এক্সটা কারিকুলাম সন্তোষজনক। তবে অল্পতে সন্তুষ্ট হওয়া যাবেনা। আমাদের বড় আশা ও প্রত্যাশা থাকতে হবে এবং সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। পাশাপাশি আমাদেরকে মনযোগী ও পরিশ্রমি হতে হবে। তাহলে অল্প সংখ্যক নয়, সবাই ভালো কিছু করতে পারবে।

তিনি বলেন, ক্লাসে প্রথম ও মেধাবী হওয়া এক নয়। যার যে বিষয়ে আগ্রহ রয়েছে, সে সেই বিষয়কে প্রাধান্য দিতে হবে। এতে যার যার যোগ্যতা অনুযায়ী মেধার বিকাশ ঘটবে এবং বাস্তব জীবনে সফলতা অর্জন করতে পারবে। বিষয়টির প্রতি মনোযাগী হলে, আমরা সবাই যার যার অবস্থান থেকে প্রতিষ্ঠিত হতে পারবো। এসময় তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলা ও বিতর্কসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের কথা বলেন।

অপর দিকে জেলা পরিষদের অর্থায়নে উপজেলার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণকালে তিনি মহিলাদের উদ্দেশ্যে বলেন, জীবনমানের উন্নয়নে সেলাই মেশিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একজন নারী সেলাই মেশিন ব্যবহার করে তিনি একদিকে যেমন আর্থিকভাবে লাভবান হবেন, অপরদিকে তিনি তার পরিবারের সদস্যদের জন্য কাপড় সেলাই করতে পারবেন। এতে পারিবারিকভাবে আপনার আত্মমর্যাদা বৃদ্ধি পাবে।

এসময় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (সেচ) মামুনুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আনজুম ভানুসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এছাড়াও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বিন আখতার, বাকিলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিজানুর রহমান, বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসসহ বিভিন্ন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

গ্রেফতার ও হয়রানির অভিযোগ এনে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন

শিক্ষার্থীদের বড় প্রত্যাশা থাকতে হবে এবং মনযোগী ও পরিশ্রমি হতে হবে-জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন

Update Time : 08:39:21 am, Wednesday, 15 January 2025

হাজীগঞ্জে নতুন ভবন ও প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন, সেলাই মেশিণ বিতরণসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলাপ্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকালে তিনি উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন, বাকিলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

দুপুরে তিনি বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন, হাজীগঞ্জ থানা ও পৌরসভা পরিদর্শন বিএডিসি কর্তৃক কৃষকদের প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন, উপজেলার দুঃস্থ ও অস্বচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন এবং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।

বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলাপ্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, বিদ্যালয়ের ফলাফল ও এক্সটা কারিকুলাম সন্তোষজনক। তবে অল্পতে সন্তুষ্ট হওয়া যাবেনা। আমাদের বড় আশা ও প্রত্যাশা থাকতে হবে এবং সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। পাশাপাশি আমাদেরকে মনযোগী ও পরিশ্রমি হতে হবে। তাহলে অল্প সংখ্যক নয়, সবাই ভালো কিছু করতে পারবে।

তিনি বলেন, ক্লাসে প্রথম ও মেধাবী হওয়া এক নয়। যার যে বিষয়ে আগ্রহ রয়েছে, সে সেই বিষয়কে প্রাধান্য দিতে হবে। এতে যার যার যোগ্যতা অনুযায়ী মেধার বিকাশ ঘটবে এবং বাস্তব জীবনে সফলতা অর্জন করতে পারবে। বিষয়টির প্রতি মনোযাগী হলে, আমরা সবাই যার যার অবস্থান থেকে প্রতিষ্ঠিত হতে পারবো। এসময় তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলা ও বিতর্কসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের কথা বলেন।

অপর দিকে জেলা পরিষদের অর্থায়নে উপজেলার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণকালে তিনি মহিলাদের উদ্দেশ্যে বলেন, জীবনমানের উন্নয়নে সেলাই মেশিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একজন নারী সেলাই মেশিন ব্যবহার করে তিনি একদিকে যেমন আর্থিকভাবে লাভবান হবেন, অপরদিকে তিনি তার পরিবারের সদস্যদের জন্য কাপড় সেলাই করতে পারবেন। এতে পারিবারিকভাবে আপনার আত্মমর্যাদা বৃদ্ধি পাবে।

এসময় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (সেচ) মামুনুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আনজুম ভানুসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এছাড়াও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বিন আখতার, বাকিলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিজানুর রহমান, বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসসহ বিভিন্ন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।