শিরোনাম:
বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বেতন না পোষালে অন্য পেশায় চলে যান-প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে উপদেষ্টা বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ ফেলে ৩১ দফার ভিত্তিতে দেশ গড়বে-মোতাহার হোসেন পাটওয়ারী গভীর রাতে কম্বল নিয়ে অসহায় শিক্ষার্থীদের পাশে কচুয়ার ইউএনও হেলাল চৌধুরী ৫ দিন পর ঝঁলসে যাওয়া কচুয়ার সেই স্কুল শিক্ষার্থী মৃত্যু ফেব্রুয়ারিতেই আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল, ৩০০ আসনেই প্রার্থী দেয়া হবে বড়কুল রামকানাই উবি’র সভাপতি রিফাত জাহান, অভিভাবক সদস্য হাসান মাহমুদ নরসংদীতে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ নিহত ৩ শাহরাস্তিতে তারুণ্যের ম্যারাথন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় ১৫ কেজি গাঁজা,মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী ইয়াছিন গ্রেফতার

মতলব উত্তরে এস ই এল মডেল একাডেমিতে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও মেধাবৃত্তি পুরস্কার বিতরণ

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

আরাফাত আল-আমিন, মতলব :
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার চান্দ্রাকান্দি এসইএল মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ষষ্ঠ শ্রেণির নবীন বরণ ও মেধাবৃত্তি পুরস্কার ২০২৪ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) দুপুরে স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন এস ই এল মডেল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি, দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের এমডি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল।

প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন ও সহকারী শিক্ষিকা মরিয়ম আক্তারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তৃণমূল সংগঠক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী লিয়াকত আলী চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আক্তার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল বলেন, একজন আলোকিত মানুষ গড়তে উন্নত মানের শিক্ষার বিকল্প নেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা। যা এস ই এল মডেল একাডেমি প্রতিশ্রুতি দেয়। কারণ এই প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে ভালো মানুষ হিসেবে শিশুদেরকে গড়ে তোলার জন্য।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ছেলে মেয়েদের মাঝে আদর্শ ছড়িয়ে দিতে হবে, মিথ্যা কথা বলা বন্ধ করতে হবে। তাদের সামনে এমন কিছু করা যাবে না যাতে খারাপ কিছু শিখে। প্রতিটি শিশুর মেধা অত্যন্ত পরিস্কার, তাই তাদের সামনে ভালো কিছু করতে হবে যাতে তারা ভালোটাই শিখে। তাদেরকে ভালো মানুষ হতে সহায়তা করতে হবে।

বিশিষ্ট শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল আরও বলেন, যার বাড়ি যেখানেই হোক না কেন বাংলাদেশী হিসেবে সবারই দায়িত্ব আছে সমাজ বিনির্মানে কাজ করা। তাই আমি অনুরোধ করব সকলেই সকলের জায়গায় থেকে সমাজ আলোকিত করতে এগিয়ে আনবেন।

আরো বক্তব্য রাখেন, এসইএল মডেল একাডেমির পরিচালনা কমিটির সদস্য হাফিজুর রহমান রাকিব, ৯ম শ্রেনীর শিক্ষার্থী তাসলিমা আক্তার, ৭ম শ্রেনীর শিক্ষার্থী সুমাইয়া আক্তার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১