ঢাকা 12:15 pm, Sunday, 31 August 2025

প্রত্ন-নাটক লোহাগড় মঠ’র উদ্ধোধনী মঞ্চায়ন সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : 10:17:15 pm, Saturday, 8 February 2025
  • 38 Time View

ফরিদগঞ্জের ঐতিহাসিক স্থাপনা ‘লোহাগড়’ মঠ’র কাহিনী নির্ভর প্রত্ন নাটকের উদ্বোধনী মঞ্চায়ন সম্পন্ন হয়েছে।

নুরুল ইসলাম ফরহাদ :
ফরিদগঞ্জের ঐতিহাসিক স্থাপনা ‘লোহাগড়’ মঠ’র কাহিনী নির্ভর প্রত্ন নাটকের উদ্বোধনী মঞ্চায়ন সম্পন্ন হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫) রাতে চাঁদপুর তারুণ্য উৎসব মেলায় নাটকটি মঞ্চস্থ হয়েছে।

নাট্য-তাত্ত্বিক মোস্তফা কামাল যাত্রার নির্দেশনায় রেজা আজিজ রচিত নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে- কে এম মাসুদ, মো. আলমগীর হোসেন পাটওয়ারী, ফাতেমাতুজ-জোহরা, মোহাম্মদ আব্দুল খালেক বিশ্বাস, সাধন চন্দ্র দত্ত, সপ্তমী রানী দত্ত, মো. মোর্শেদ আলম খান, গৌতম কর্মকার রায়, প্রদীপ সরকার, মো. মেহেদী হাসান, রিতা ত্রিপুরা, সাফিকা সুলতানা, হাসিবুর রহমান, মোহাম্মদ আমির হোসেন, শাহরিয়ার আবির, স্বাধীন চন্দ্র দত্ত, (অতিথি শিল্পী), সিমন মাহ্দ্বীন (অতিথি শিল্পী), সিদরাদুল মুনতাহা সাকিবা (অতিথি শিল্পী) প্রমুখ।

নাটকটির পোষাক ও রুপসজ্জা পরিকল্পক শাহরিয়ার হান্নান, মঞ্চ ও আলোক পরিকল্পক মুরাদ হাসান এবং আবহ ও দ্রব্যসম্ভার পরিকল্পক জান্নাতুল পিংকি। প্রস্তাব এবং পরিকল্পনায় ছিলেন ফরিদগঞ্জের নাট্য ব্যক্তিত্ব ও শিশু সংগঠক ফরিদ আহমেদ রিপন।

প্রযোজনা কেন্দ্রিক নাট্য কর্মশালায় মাধ্যমে নির্মিত নাটকটির মূখ উপজ্জিব্য হলো- লোহাগড় মঠ ও মঠের সাথে সংশ্লিষ্ট দুই জমিদার ভাইয়ের দুঃশাসন এবং জনরোষে কী কারণে, কীভাবে পতিত হয়েছিল তার কাহিনীচিত্র। লৌহ ও গহড় এর বল্য-কাল থেকে উত্থান ও পতনের পরম্পরা নাটকটিতে রক্ষিত হয়েছে খুবই চমৎকারভাবে। একটি প্রত্ন-সম্পদকে কেন্দ্র করে অনুসন্ধ্যানী বহুমাত্রিক প্রচেষ্টার মধ্যদিয়ে নাটকটির দেহপট রক্ষিত হয়েছে। তাই এই নাটকটিকে প্রত্ন-নাটক হিসাবে অভিধা দিয়েছে নির্দেশক মোস্তফা কামাল যাত্রা।

মোস্তফা কামাল যাত্রা নিজেও ফরিদগঞ্জ উপজেলা নিবাসি একজন নাটক অন্তপ্রাণ মানুষ। তাই নিজ জন্মভূমির প্রত্ন-নিদর্শন লোহাগড় মঠকে নিয়ে নাটকটি নিদের্শনা দেওয়ার জন্য আগ্রহী হন এরং কর্মশালার সমাপ্তিতে নাটকটি মঞ্চায়নের জন্য গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখেন।

 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়ায় গোহট উত্তর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে তিন প্রবাসী নেতাকে সংবর্ধনা

প্রত্ন-নাটক লোহাগড় মঠ’র উদ্ধোধনী মঞ্চায়ন সম্পন্ন

Update Time : 10:17:15 pm, Saturday, 8 February 2025

নুরুল ইসলাম ফরহাদ :
ফরিদগঞ্জের ঐতিহাসিক স্থাপনা ‘লোহাগড়’ মঠ’র কাহিনী নির্ভর প্রত্ন নাটকের উদ্বোধনী মঞ্চায়ন সম্পন্ন হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি ২০২৫) রাতে চাঁদপুর তারুণ্য উৎসব মেলায় নাটকটি মঞ্চস্থ হয়েছে।

নাট্য-তাত্ত্বিক মোস্তফা কামাল যাত্রার নির্দেশনায় রেজা আজিজ রচিত নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে- কে এম মাসুদ, মো. আলমগীর হোসেন পাটওয়ারী, ফাতেমাতুজ-জোহরা, মোহাম্মদ আব্দুল খালেক বিশ্বাস, সাধন চন্দ্র দত্ত, সপ্তমী রানী দত্ত, মো. মোর্শেদ আলম খান, গৌতম কর্মকার রায়, প্রদীপ সরকার, মো. মেহেদী হাসান, রিতা ত্রিপুরা, সাফিকা সুলতানা, হাসিবুর রহমান, মোহাম্মদ আমির হোসেন, শাহরিয়ার আবির, স্বাধীন চন্দ্র দত্ত, (অতিথি শিল্পী), সিমন মাহ্দ্বীন (অতিথি শিল্পী), সিদরাদুল মুনতাহা সাকিবা (অতিথি শিল্পী) প্রমুখ।

নাটকটির পোষাক ও রুপসজ্জা পরিকল্পক শাহরিয়ার হান্নান, মঞ্চ ও আলোক পরিকল্পক মুরাদ হাসান এবং আবহ ও দ্রব্যসম্ভার পরিকল্পক জান্নাতুল পিংকি। প্রস্তাব এবং পরিকল্পনায় ছিলেন ফরিদগঞ্জের নাট্য ব্যক্তিত্ব ও শিশু সংগঠক ফরিদ আহমেদ রিপন।

প্রযোজনা কেন্দ্রিক নাট্য কর্মশালায় মাধ্যমে নির্মিত নাটকটির মূখ উপজ্জিব্য হলো- লোহাগড় মঠ ও মঠের সাথে সংশ্লিষ্ট দুই জমিদার ভাইয়ের দুঃশাসন এবং জনরোষে কী কারণে, কীভাবে পতিত হয়েছিল তার কাহিনীচিত্র। লৌহ ও গহড় এর বল্য-কাল থেকে উত্থান ও পতনের পরম্পরা নাটকটিতে রক্ষিত হয়েছে খুবই চমৎকারভাবে। একটি প্রত্ন-সম্পদকে কেন্দ্র করে অনুসন্ধ্যানী বহুমাত্রিক প্রচেষ্টার মধ্যদিয়ে নাটকটির দেহপট রক্ষিত হয়েছে। তাই এই নাটকটিকে প্রত্ন-নাটক হিসাবে অভিধা দিয়েছে নির্দেশক মোস্তফা কামাল যাত্রা।

মোস্তফা কামাল যাত্রা নিজেও ফরিদগঞ্জ উপজেলা নিবাসি একজন নাটক অন্তপ্রাণ মানুষ। তাই নিজ জন্মভূমির প্রত্ন-নিদর্শন লোহাগড় মঠকে নিয়ে নাটকটি নিদের্শনা দেওয়ার জন্য আগ্রহী হন এরং কর্মশালার সমাপ্তিতে নাটকটি মঞ্চায়নের জন্য গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখেন।