ঢাকা 12:51 am, Monday, 23 June 2025

সন্তানরা বিপথে গেলে দায়ভার অভিভাবকদের ওপরেই যায়-ইউএনও সুলতানা রাজিয়া

  • Reporter Name
  • Update Time : 11:20:17 pm, Wednesday, 21 May 2025
  • 22 Time View

ফরিদগঞ্জে অমর একুশে বই মেলা ২০২৫ এ সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অবদান রাখায় ফরিদগঞ্জ লেখক ফোরামকে এবং সংগঠনের ৩৫ জন সাংস্কৃতিক কর্মীকে সংবর্ধনা প্রদান করে উপজেলা প্রশাসন।

ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফেব্রুয়ারি মাসে তিনদিনব্যাপী অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় কবিতা আবৃত্তিকার, সংগীত, নৃত্য ও অভিনয় শিল্পীসহ সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের সংবর্ধনা প্রদান করেছে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন।

বুধবার (২১ মে ২০২৫) বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদের হলরুমে ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।

একুশে বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকৃত ফরিদগঞ্জ লেখক ফোরামের সদস্য ও সহযোগী প্রতিষ্ঠান খুনজুড়ি শিল্প একাডেমির ক্ষুদে শিল্পীদের মাঝে এই সংবর্ধনা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন, “আপনারা যারা অভিভাবক রয়েছেন, আপনারা যেন আপনাদের সন্তানদেরকে এমন পরিবেশ তৈরি করে দিতে পারেন, যেখান গেলে তারা তাদের শুদ্ধ প্রতিভা বিকাশের সুযোগ পাবে। আমাদের সন্তানেরা যখন বিপথে যায়, তখন এর দায়ভার আমাদের অভিভাবকদের ওপরেই যায়। কারণ, আমরা তাদেরকে তাদের উপযুক্ত পরিবেশ দিতে পারি না। তারা এখন মোবাইল ছাড়া কিছুই বোঝে না। এই দায়ভারও আমাদের ওপর বর্তায়। তাদেরকে আমরা ভালো অ্যাক্টিভিটিস্টগুলোতে ব্যস্ত রাখতে পারি না। যদি রাখতে পারতাম, তাহলে নিশ্চয়ই তারা মোবাইলে আসক্ত হতো না।

আমরা সকল অভিভাবক যদি চাই আমার সন্তান ভালো হোক। সবার সন্তান যদি ভালো হয় তাহলে আমাদের দেশ উন্নত হয়ে যাবে। এজন্যই যখন আপনি আপনার সন্তানের পেছনে সময় দিবেন, আপনি কিন্তু দেশের জন্যও কাজ করছেন। সকলের ভেতরে এই বোধটুকু জেগে উঠুক, এটাই আজকের অনুষ্ঠানে প্রত্যাশা থাকল।”

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আফতাবুল ইসলাম, মো. অলিউল্যাহ, ফরিদগঞ্জ লেখক ফোরামের উপদেষ্টা ডা. ইমাম হোসেন সৌরভ, ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের আইসিটি শিক্ষক মোবারক করিম, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের শিক্ষক এমদাদুল হক, ফরিদগঞ্জ লেখক ফোরামের সাবেক সভাপতি কেএম নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, বর্তমান সাধারণ সম্পাদক তারেক রহমান তারু, প্রকাশনা বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন খান, অভিভাবক নুসরাত জাহান প্রমুখ।

অনুষ্ঠানে মোট ৩৫ জন সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন অঞ্চলের সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী, ফরিদগঞ্জ লেখক ফোরামের সদস্য এবং খুনজুড়ি শিল্প একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

করোনায় সারাদেশে ৫ জনের মৃত্যু

সন্তানরা বিপথে গেলে দায়ভার অভিভাবকদের ওপরেই যায়-ইউএনও সুলতানা রাজিয়া

Update Time : 11:20:17 pm, Wednesday, 21 May 2025

ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফেব্রুয়ারি মাসে তিনদিনব্যাপী অমর একুশে বইমেলাকে কেন্দ্র করে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় কবিতা আবৃত্তিকার, সংগীত, নৃত্য ও অভিনয় শিল্পীসহ সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীদের সংবর্ধনা প্রদান করেছে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন।

বুধবার (২১ মে ২০২৫) বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদের হলরুমে ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।

একুশে বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকৃত ফরিদগঞ্জ লেখক ফোরামের সদস্য ও সহযোগী প্রতিষ্ঠান খুনজুড়ি শিল্প একাডেমির ক্ষুদে শিল্পীদের মাঝে এই সংবর্ধনা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন, “আপনারা যারা অভিভাবক রয়েছেন, আপনারা যেন আপনাদের সন্তানদেরকে এমন পরিবেশ তৈরি করে দিতে পারেন, যেখান গেলে তারা তাদের শুদ্ধ প্রতিভা বিকাশের সুযোগ পাবে। আমাদের সন্তানেরা যখন বিপথে যায়, তখন এর দায়ভার আমাদের অভিভাবকদের ওপরেই যায়। কারণ, আমরা তাদেরকে তাদের উপযুক্ত পরিবেশ দিতে পারি না। তারা এখন মোবাইল ছাড়া কিছুই বোঝে না। এই দায়ভারও আমাদের ওপর বর্তায়। তাদেরকে আমরা ভালো অ্যাক্টিভিটিস্টগুলোতে ব্যস্ত রাখতে পারি না। যদি রাখতে পারতাম, তাহলে নিশ্চয়ই তারা মোবাইলে আসক্ত হতো না।

আমরা সকল অভিভাবক যদি চাই আমার সন্তান ভালো হোক। সবার সন্তান যদি ভালো হয় তাহলে আমাদের দেশ উন্নত হয়ে যাবে। এজন্যই যখন আপনি আপনার সন্তানের পেছনে সময় দিবেন, আপনি কিন্তু দেশের জন্যও কাজ করছেন। সকলের ভেতরে এই বোধটুকু জেগে উঠুক, এটাই আজকের অনুষ্ঠানে প্রত্যাশা থাকল।”

এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আফতাবুল ইসলাম, মো. অলিউল্যাহ, ফরিদগঞ্জ লেখক ফোরামের উপদেষ্টা ডা. ইমাম হোসেন সৌরভ, ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের আইসিটি শিক্ষক মোবারক করিম, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের শিক্ষক এমদাদুল হক, ফরিদগঞ্জ লেখক ফোরামের সাবেক সভাপতি কেএম নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রাবেয়া আক্তার, বর্তমান সাধারণ সম্পাদক তারেক রহমান তারু, প্রকাশনা বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন খান, অভিভাবক নুসরাত জাহান প্রমুখ।

অনুষ্ঠানে মোট ৩৫ জন সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন অঞ্চলের সাহিত্য ও সাংস্কৃতিক কর্মী, ফরিদগঞ্জ লেখক ফোরামের সদস্য এবং খুনজুড়ি শিল্প একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।