বিশেষ প্রতিনিধি:
হাজীগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে সোমবার বিকালে বিজনেস পার্ক মকিমউদ্দিন শপিং সেন্টারে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন খোকন।
দোয়া ও ইফতার মাহফিলের পূর্বে আনোয়ার হোসেন খোকন উপজেলায় কর্মরত সংবাদকর্র্মীদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে সবার কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। সরকারের সাথে বিভিন্ন পর্যায়ের বৈঠকে দলীয় নেতৃবৃন্দ বিষয়টি স্পষ্ট করে বক্তব্য দিয়েছেন।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আর বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। সুতরাং সকল দলের অংশগ্রহণে আমরা একটি নিরপেক্ষ নির্বাচন চাই। আর সেই নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে। কারণ রাজনৈতিক সরকার ছাড়া দেশের সার্বিক ও কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়।
সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন খোকন বলেন, দলীয় নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছি। দল যদি আমাকে যোগ্য মনে করে, তাহলে আমি নির্বাচন করবো। ৪২ বছর ধরে দলের সাথে আছি, আগামিতেও থাকবো। ধানের শীষের বিজয় অর্জনে, যা যা করণীয় নেতাকর্মীদের সাথে ও পাশে থেকে তাই করে যাবো।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ড. আলমগীর কবির পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আব্দুল মান্নান খান বাচ্চু, পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল বাসার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির খাঁন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন ফারুক মামুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, স্পেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিন, টিপু সুলতান জমিদার, সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হাবিবুর রহমান পাটোযারী, প্রবীণ বিএনপি নেতা এ্যাড. আবদুল মান্নান, পৌর বিএনপি নেতা হোসেন মিয়াজী, কাজী জাহাঙ্গীর আলম, হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইয়াছির আরাফাত অনিক, জিসান আহমেদ ছিদ্দিকী, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, কাজী শাহাদাত, মিজান বেপারী উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রোমান মিজি, মাইনুদ্দীন তপু, রইফুল, শাহরাস্তি উপজেলা ছাত্রদলের সাবেক নেতা মোশারফ হোসেন টুটুল, সাবেক সদস্য সচিব শাহজাহান সম্রাট, সাবেক যুগ্ম আহবায়ক শারাফাত হোসেনসহ হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।