হাজীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা ই-সেন্টারে অনুষ্ঠিত স্মৃতিচারণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।
এসময় তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের ২৫ মার্চ রাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চলাইটের নীলনকশা অনুযায়ী ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালির ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়েছিল। সংঘটিত হয় ইতিহাসের জঘন্যতম গণহত্যা।
তিনি বলেন, একটি জাতি সত্তাকে নিশ্চিহ্ন করে দেওয়ার নীল নকশা ছিল এই হত্যাকাণ্ড। কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীর এ অপতৎপরতা সফল হয়নি। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ি এক যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। জাতী ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে আমাদের প্রিয় মাতৃভূমি এগিয়ে যাবে।
বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ।
এসময় আরো বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধ আনোয়ার উল্যাহ্ পাটওয়ারী ও মফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যন মিজানুর রহমান মিলন ও গোলাম মোস্তফা স্বপন প্রমুখ। সভায় সরকারি সকল দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।