চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে স্কুল হল রুমে আয়োজন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরি।
বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, সহকারি শিক্ষা অফিসার আনিসুর রহমান। স্বগাত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবু সাদেক উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসাইন চৌধুরীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক খালেকুজ্জামান শামীম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি তুহিন হয়দার, ইউনিয়ন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাফেজ আহমদ কানছন, ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি বিল্লাল হোসেন প্রমূখ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে মেধা ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।