মতলব দক্ষিণ উপজেলায় ছালেমা আইরিন নারী কল্যাণ সমিতির আয়োজনে বৃক্ষরোপণ ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
১৩ আগস্ট বুধবার দুপুরে পৌরসভার চরনিলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ও দৈনিক প্রথম আলো ‘র মতলব প্রতিনিধি কবি মুহাম্মদ জাকির হোসেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুননাহার আক্তার বকুলের সভাপতিত্বে ও মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা ‘র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাপ্তাহিক ধনাগোদা বার্তার সম্পাদক ও প্রকাশক প্রভাষক মোঃ আশরাফুল জাহান শাওলিন।
এছাড়াও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মাহমুদা আক্তার, সোনিয়া আক্তার, শিল্পী রানী সরকার,মোঃ আলমগীর হোসেন, পূজা সাহা প্রমুখ।
পরে অতিথিগণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও বিদ্যালয়ের আঙ্গিনায় বৃক্ষরোপণ করেন।