চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন হাজীগঞ্জ প্রেসক্লাবের ২০২৫-২৬ সেশনের দায়িত্ব শুরু আজ ১ সেপ্টেম্বর সোমবার থেকে। এতে সভাপতির দায়িত্ব পালন করবেন দৈনিক যুগান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক আজকের দেশকন্ঠ পত্রিকার সম্পাদক এনায়েত মজুমদার ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক চাঁদপুর পত্রিকার হাজীগঞ্জ প্রতিনিধি মো: মনজুর আলম।
২০২৪ সালের ২৪ আগস্ট হাজীগঞ্জ প্রেসক্লাব এর গঠনতন্ত্রের আলোকে নির্বাহী কমিটির (সমন্ময় কমিটি) আহবায়ক জহিরুল ইসলাম লিটন, সদস্য সচিব অধ্যাপক এস.এম চিশতী, সদস্য গাজী সালাউদ্দিন, কাজী হারুন অর রশীদ ও মুন্সী মোহাম্মদ মনিরের স্বাক্ষরিত পত্রে ৩ টি কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে প্রথম কমিটি (২০২৪-২০২৫ সালের কার্যকরি পরিষদ) এর সভাপতি হাছান মাহমুদ ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফের মেয়াদ ৩১ আগষ্ট ২০২৫ শেষ হয়। আজ ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে দ্বিতীয় কমিটি (২০২৫-২৬ সালের কার্যকরি পরিষদের) কার্যক্রম শুরু হয়েছে।
২০২৫-২৬ সেশনের অন্যান্য কার্যকরি কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম, মেহেদী হাসান সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, গাজী মোঃ নাছির উদ্দীন, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্লাহ্, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর কবির, প্রচার সম্পাদক মোঃ হুমায়ুন কবির, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বকর ছিদ্দিক সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস, কার্যকরি সদস্য মোঃ আরিফ ইমাম মিন্টু, মোঃ হাছান মাহমুদ, মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল, মোঃ সাখাওয়াত হোসেন, কাউছার আহম্মদ রিপন, কবির আহমেদ, খন্দকার আরিফ, শাখাওয়াত হোসেন শামীম প্রমুখ।
২০২৫-২৬ এর কমিটির সভাপতি খালেকুজ্জামান শামীম জানান, আমি বিগত কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকসহ হাজীগঞ্জ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাগণ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করছি।