বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ (মতলব উত্তর- দক্ষিণ) নির্বাচনী আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, তাই দেশ এখন নির্বাচনের পথে ধাবিত হচ্ছে। আর তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। আর ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা হবে। ৩১ দফা বাস্তবানে আমাদের মহিলা দলের নেত্রীরা মানুষের ঘরে ঘরে গিয়ে প্রিয় নেতা তারেক রহমানের সালাম পৌঁছে দিচ্ছেন।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের মালু মেম্বারের বাড়িতে আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেছেন।
উপজেলা শ্রমিকদলের যুগ্মসম্পাদক খোকন বেপারী’র সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি’র সদস্য নুরুজ্জামান জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল গনি তপাদার, ছেংগারচর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান সহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে প্রশাসনে নিরপেক্ষতা ফিরিয়ে আনা হবে, বিচার বিভাগকে স্বাধীন করা হবে এবং তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।”
ড. জালাল উদ্দিন অঙ্গীকার করে বলেন, “আমি এমপি নির্বাচিত হলে মতলব উত্তর-দক্ষিণকে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলব— যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।”
মনিরুল ইসলাম মনির: 
























