হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও দৈনিক যুগান্তরের হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি খালেকুজ্জামান শামীমের বাবা মাস্টার খলিলুর রহমানের ২৫ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার উপজেলার মোহাম্মদপুর গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদ ও দরবার শরীফে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন পেশ ইমাম ও খতিব কারী মফিজুল ইসলাম।
৭ নভেম্বর। ২০০০ সালের এই দিনে তিনি মারা যান।
পরিবার সূত্রে জানা গেছে, মরহুম মাষ্টার খলিলুর রহমান চাঁদপুরের হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে অত্যন্ত সুনামের সহিত কর্মময় জীবন অতিবাহিত করেছিলেন।
জানা গেছে, মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার তার নিজ বাড়ী মোহাম্মদপুর মোল্যা বাড়ির দরবার শরীফে বিশেষ দোয়ার আয়োজনে ধর্ম প্রান মুসল্লীরা অংশ মরহুম ও তার পরিবার বর্গের বিশেষ করা হয়েছে। তিনি মোহাম্মদপুর মোল্যা বাড়ি দরবার শরীফের পীরে কামেল মৌলভি ছলিম উদ্দিন রহ. এর এক মাত্র পুত্র ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি: 






















