ঢাকা 11:04 am, Friday, 28 November 2025

বলাখাল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

চাঁদপুরের হাজীগঞ্জের বলাখাল বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি কাপড়ের দোকানসহ ৫টি দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

ফায়ারসার্ভিস সূত্রে জানাযায়, রাত পৌনে ১টার দিকে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ৫টি দোকান পুড়ে ছাঁই হয়েছে। পাশা-পাশি আরো কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে ফায়ারসার্ভিসের ২টি ইউনিট প্রায় আধা ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ৫টি দোকান থেকে প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো মিঠু মজুমদারের ফার্মেসি, কার্তিক সাহার কাপড়ের দোকান, লিটন সাহার কাপড়ের দোকান, মোজাম্মেল মিয়ার হার্ডওয়ার ও আহসান সিকদারের মুদিদোকান।

আগুনে ক্ষতিগ্রস্থ লিটন সাহা কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার সব শেষ। দোকানে প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার কাপড় ছিলো। আগুনে আমার সব শেষ করে দিলো। আরেক কাপড় ব্যবসায়ী কার্তিক সাহা জানান, তার দোকানেও প্রায় ১০/১২ লাখ টাকার মালামাল ছিলো কিছু মাস সরাতে পেরেছি।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহারউদ্দিন জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ৫টি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আগুনের খবর পেয়ে রাতে ঘটনাস্থলে অফিসার ইনচার্জ (তদন্ত) রাজিব শর্মাকে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

তরপুরচন্ডীতে আগুনে ক্ষতিগ্রস্ত হাবিব মিজির পাশে সহযোগিতার হাত বাড়ালেন চাঁদপুর-৩ আসনের এমপি প্রার্থী এডভোকেট মোঃ শাহজাহান মিয়া

বলাখাল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

Update Time : 10:57:13 am, Friday, 28 November 2025

চাঁদপুরের হাজীগঞ্জের বলাখাল বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি কাপড়ের দোকানসহ ৫টি দোকান পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

ফায়ারসার্ভিস সূত্রে জানাযায়, রাত পৌনে ১টার দিকে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ৫টি দোকান পুড়ে ছাঁই হয়েছে। পাশা-পাশি আরো কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে ফায়ারসার্ভিসের ২টি ইউনিট প্রায় আধা ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ৫টি দোকান থেকে প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো মিঠু মজুমদারের ফার্মেসি, কার্তিক সাহার কাপড়ের দোকান, লিটন সাহার কাপড়ের দোকান, মোজাম্মেল মিয়ার হার্ডওয়ার ও আহসান সিকদারের মুদিদোকান।

আগুনে ক্ষতিগ্রস্থ লিটন সাহা কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার সব শেষ। দোকানে প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার কাপড় ছিলো। আগুনে আমার সব শেষ করে দিলো। আরেক কাপড় ব্যবসায়ী কার্তিক সাহা জানান, তার দোকানেও প্রায় ১০/১২ লাখ টাকার মালামাল ছিলো কিছু মাস সরাতে পেরেছি।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহারউদ্দিন জানান, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ৫টি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আগুনের খবর পেয়ে রাতে ঘটনাস্থলে অফিসার ইনচার্জ (তদন্ত) রাজিব শর্মাকে পাঠানো হয়েছে।